এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্বাচনের পূর্বে সুন্দরবনের জন্য একাধিক প্রতিশ্রুতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাচনের পূর্বে সুন্দরবনের জন্য একাধিক প্রতিশ্রুতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আজ দক্ষিণ ২৪ পরগনার গোসাবাতে জনসভায় যোগদান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভায় যোগদান করে তিনি জানালেন, এই পুণ্যভূমিতে এসে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন। তাঁকে বলতে শোনা গেল যে, সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার। এরপর গোসাবার সভা থেকে সুন্দরবনের জন্য একাধিক প্রতিশ্রুতির ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন যে, বিজেপি সরকার ক্ষমতায় এলে সুন্দরবনের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গঠন করা হবে, সুন্দরবনে সারা বিশ্বের পর্যটকদের আনতে রাস্তা, সেতু, পানীয় জলের মতো পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। এর সঙ্গে সঙ্গেই আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হবে সুন্দরবনকে। তিনি জানালেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে এই এলাকায় ২ বছরের মধ্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে। এলাকায় সেতু নির্মাণ করা হবে।

এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে, বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনে এইমস তৈরি করা হবে। স্থানীয় মানুষদের চিকিৎসার জন্য আর কলকাতায় যাবার প্রয়োজন হবে না। মৎস্যজীবীদের জন্য আলাদা আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে। মৎস্যজীবীদের জন্য ৩ লক্ষ টাকা বিমার ব্যবস্থা করা হবে। ব্যাঘ্র সংরক্ষণ বিষয়ে আলাদাভাবে উদ্যোগ নেবে সরকার। তিনি জানালেন, বিজেপি যে প্রতিশ্রুতি দেয়, সে প্রতিশ্রুতি পূরণ করে থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর জনগণের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, আগামী পয়লা এপ্রিল সকলে যেন ভোট দিতে যান। সকলকে নির্ভয়ে ভোট দেবার নিদান দিলেন তিনি। তিনি জানালেন, গুন্ডারাজ কখনোই বরদাশ্ত করা হবে না, ভোট দানে কেউ বাধা দিতে পারবে না। এরপর তিনি জানালেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে মহিলাদের ৩৩ % সংরক্ষণ দেয়া হবে। মহিলাদের কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধা দিচ্ছেন। কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গের মানুষ। বিজেপি ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। এছাড়া পরিবহন ক্ষেত্রে মহিলাদের কোন টিকিট লাগবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, যে বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের পিছু হটতে বাধ্য করেছিলেন, আজ সেই বাংলা তোলাবাজির বাংলায় পরিণত হয়েছে।

তিনি জানালেন গোসাবা বিধানসভা কলকাতার কাছাকাছি হলেও সেভাবে উন্নয়ন হয়নি। একাধিক স্থানে বিশুদ্ধ পানীয় জলে পাওয়া যায় না। বিজেপি সরকার এলে তার ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করেছেন, আমফানে যে ১০ হাজার কোটি টাকা সাহায্য পাঠানো হয়েছে, সে টাকা কোথায় গেছে? তিনি কটাক্ষ করে জানালেন, ভাইপোর কোম্পানি সমস্ত টাকা খেয়ে ফেলেছেন। যারা চুরি করেছে এসআইটি তৈরি করে তাদের বের করা হবে হবে। দোষীদের জেলে পোড়া হবে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!