এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনের দিনেই কি বিপাকে পড়তে চলেছেন দুই মন্ত্রী? বিস্ফোরক অভিযোগে টালমাটাল রাজ্য!

নির্বাচনের দিনেই কি বিপাকে পড়তে চলেছেন দুই মন্ত্রী? বিস্ফোরক অভিযোগে টালমাটাল রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। যত বেলা বাড়তে শুরু করেছে, ততই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। আর এবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল রাজ্যের দুই মন্ত্রীর বিরুদ্ধে। যেখানে বিজেপির পক্ষ থেকে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ জানানো হয়েছে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

সূত্রের খবর, এদিন নির্বাচন শুরু হতেই বিজেপির পক্ষ থেকে নানা অভিযোগ তোলার প্রক্রিয়া শুরু হয়। যেখানে গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয় যে, রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় ভোটারদের প্রভাবিত করছেন। আর তারপরেই নির্বাচন পর্যন্ত যাতে তাদের নজর বন্দি করে রাখা হয়, তার জন্য কমিশনের কাছে আবেদন জানায় ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিক ভাবেই বিজেপির এই আবেদনের পরিপ্রেক্ষিতে এখন কমিশনের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, তা অবশ্যই লক্ষণীয় বিষয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, ভবানীপুরের এই নির্বাচনের দিকে নজর রয়েছে সকলের। সকাল থেকেই বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। কখনও 144 ধারা অমান্য করার অভিযোগ, আবার কখনও বা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি। আর এবার বিজেপির পক্ষ থেকে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ জানানো হলো। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!