এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নির্বাচনী প্রচারের বিষয়ে বিশেষ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

নির্বাচনী প্রচারের বিষয়ে বিশেষ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে হঠাৎ করে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভর্তি হয়েছিলেন তিনি এসএসকেএম হাসপাতালে। গতকাল সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা তাঁকে আরো ৪৮ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে বলেছিলেন। এছাড়াও অন্তত ৭ দিন বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আগামী সোমবার থেকেই নির্বাচনী প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরোধেই চিকিৎসকরা শেষ পর্যন্ত গতকাল সন্ধ্যায় তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন। জানা গেছে ৭ দিনের মধ্যে তাঁকে আবার চিকিৎসকেরা পরীক্ষা করবেন। চিকিৎসকেরা আরো ৪৮ ঘণ্টা তাঁকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছিলেন। অন্তত সাত দিন বাড়িতে থেকে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছিলেন তাঁরা মুখ্যমন্ত্রীকে। তবে, তাঁদের নির্দেশ ভুলেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী আগামী সোমবার থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামী সোমবার থেকে ঝাড়গ্রামে গিয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে পারেন মুখ্যমন্ত্রী। আবার আগামীকাল রবিবার নন্দীগ্রাম দিবসের দিনে তাঁর বাড়ি থেকেই তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন তিনি। বস্তুত, কিছুদিন আগেই তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ হবার কথা ছিল। কিন্তু, মুখ্যমন্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় নির্বাচনী ইশতেহার প্রকাশ পিছিয়ে দেওয়া হয়।

গতকাল বাড়ি ফেরার পর মুখ্যমন্ত্রী গণমাধ্যমে জানিয়েছেন যে, আঘাত, যন্ত্রণা সমস্ত কিছুর পরেও তিনি বলতে চান যে, মানুষের কাছে তাঁকে দাঁড়াতেই হবে। কারন নির্বাচন হলো একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই হল তাঁর শক্তি। তাই নিজের কষ্টের থেকেও মানুষের সামনে পৌঁছানো তাঁর কাছে অনেক বেশি জরুরী। জানা যাচ্ছে, সম্প্রতি হুইল চেয়ারে বসেই বক্তব্য রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগার কারণ হিসেবে যে রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেই রিপোর্টে কমিশন সন্তুষ্ট নয়। কারণ এই রিপোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভাবে আঘাত লাগলো? সে বিষয়ে নির্দিষ্ট কোন কারণ খুঁজে পাননি বিশেষ পর্যবেক্ষক অজয় ​​নায়ক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। তাই, নতুন করে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!