এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > নির্বাচনী স্লোগান নিয়ে সূর্যের সঙ্গে একমত নন সুশান্ত, শূন্য সিপিএমের মতানৈক্য চরমে!

নির্বাচনী স্লোগান নিয়ে সূর্যের সঙ্গে একমত নন সুশান্ত, শূন্য সিপিএমের মতানৈক্য চরমে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বহু চেষ্টা করেও লাভের লাভ হয়নি। কংগ্রেসের পাশাপাশি আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোট করে 2021 এর বিধানসভা নির্বাচনে দাগ কাটার চেষ্টা করেছিল 34 বছর ধরে রাজ্যের ক্ষমতায় থাকা বামেরা। কিন্তু এই প্রথম বামশূন্য বিধানসভা দেখতে হচ্ছে বাংলার মানুষকে। একটি প্রতিনিধিও রাজ্য বিধানসভায় পাঠাতে সক্ষম হয়নি কাস্তে-হাতুড়ি শিবির। আর তারপর থেকেই দলের ভেতরে নানা পর্যালোচনা শুরু হয়েছে। তবে সম্প্রতি নির্বাচনী প্রচারে “বিজেমূল” শ্লোগান ব্যবহার করা যে ঠিক হয়নি, সেই ব্যাপারে প্রকাশ্যে ফেসবুক লাইভের মধ্যে দিয়ে তা স্বীকার করে নিতে দেখা যায় সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে।

তবে একদিকে সিপিএমের যখন অন্তঃসার শূন্য দশা, ঠিক তখনই সূর্যবাবুর মত হেভিওয়েট নেতা নির্বাচনী প্রচারে “বিজেমূল” স্লোগান ব্যবহার করা নিয়ে আপত্তি জানালেও, তার সঙ্গে সহমত পোষণ করতে দেখা গেল না সিপিএমের দোর্দন্ডপ্রতাপ নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে। যেখানে সূর্যবাবুর বক্তব্যের কার্যত বিরোধী লাইনে হেটে এই স্লোগানকে নির্বাচনী ব্যর্থতার প্রধান কারণ হিসেবে মেনে নিতে রাজি হলেন না তিনি।

সূত্রের খবর, এদিন সূর্যকান্ত মিশ্রের বক্তব্যকে সীলমোহর না দিয়ে “বিজেমূল” শ্লোগান যে ভুল ছিল না, তার পক্ষেই বক্তব্য রাখতে দেখা যায় সিপিএম নেতা সুশান্ত ঘোষকে। এদিন তিনি বলেন, “আমি মনে করি, একুশের নির্বাচনে সিপিএমের পরাজয়ের কারণ “বিজেমূল” শ্লোগান নয়। বড় কারণ, আমরা মানুষের কাছে বিকল্পের বার্তা নিয়ে সঠিকভাবে পৌছতে পারিনি। সেটাই ছিল আমাদের বড় দুর্বলতা। আর সেই কারণেই মানুষ বিজেপিকে ঠেকাতে তৃণমূলে ভোট দিয়েছেন।” পাশাপাশি “বিজেমূল” স্লোগানের মধ্যে তিনি কোন ভুল দেখতে পাচ্ছেন না বলেও জানিয়ে দেন এই সিপিএম নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে কোনো পার্থক্য নেই, সেই দাবিও করতে দেখা গিয়েছে তাকে। অর্থাত রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র স্লোগান ব্যবহার করার জন্য কিছুটা হলেও তাদের খারাপ ফলাফল হয়েছে বলে সম্প্রতি ফেসবুক লাইভে জানিয়েছিলেন। কিন্তু তার বক্তব্যের পক্ষে কথা না বলে কার্যত উল্টো পথেই হাঁটছে দেখা গেল সিপিএম নেতা সুশান্ত ঘোষকে। যার ফলে দলের এই দুর্দিনে দুই নেতার দুই ধরনের মন্তব্য সিপিএমকে আরও বেশি করে প্রশ্নের মুখে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতিতে সিপিএমের শীর্ষ নেতৃত্বের কাছে নীচুতলা থেকে অনেক ক্ষোভের চিঠি আসতে শুরু করেছে। এক্ষেত্রে সম্প্রতি “বিজেমূল” তত্ত্ব ব্যবহার করা যে ভুল হয়েছে, সেই কথা বলার দিনেই তাদের কাছে অনেক ক্ষোভ পঞ্জিভূত হচ্ছে বলেও স্বীকার করে নিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তবে বর্তমান পরিস্থিতিতে যখন সিপিএম কার্যত রাজ্য বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে, তখন তাদের দলীয় সংগঠন করার দিকেই বেশি নজর দেওয়া উচিত বলে দাবি করতে শুরু করেছিলেন দলের নেতা কর্মীরা।

সেদিক থেকে নির্বাচনী প্রচারে ব্যবহৃত স্লোগান নিয়ে যেভাবে সিপিএমের রাজ্য সম্পাদকের বিপক্ষে ভিন্নমত পোষণ করতে দেখা গেল হেভিওয়েট নেতা সুশান্ত ঘোষকে, তাতে ওপরতলা থেকে শুরু করে নীচুতলার মধ্যে যে যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছে, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। তাই এই সমন্বয়ের অভাবকে দূরীকরণের জন্য এবং পার্টি লাইন যাতে সকলে মেনে চলেন, তা ঠিক করে দেওয়ার জন্য বামেদের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!