এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনী সভা থেকে বিজেপিকে নয়া চ্যালেঞ্জ অভিষেকের, জেনে নিন!

নির্বাচনী সভা থেকে বিজেপিকে নয়া চ্যালেঞ্জ অভিষেকের, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, এবার রাজ্যে পরিবর্তন আসবে। এক্ষেত্রে প্রথম দুই দফার নির্বাচনের পর বিজেপি ব্যাপক আসন দখল করেছে বলে দাবি করছেন রাজ্য বিজেপি থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপির নেতা নেত্রীরা। এমনকি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে এবার পরিবর্তন নিশ্চিত বলে দাবি করতে শুরু করেছেন। যদিও বা বিজেপি নেতা নেত্রীদের এই দাবিকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস।

প্রতিটি সভা থেকেই বিজেপি মিথ্যে কথা বলছে বলে পাল্টা সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে এবার জয়নগরের নির্বাচনী সভা থেকে বিজেপিকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, আজ রবিবার জয়নগরে একটি সভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি কোনোভাবেই হারাতে পারবে না বলে কেন্দ্রের মোদী সরকারকে রিপোর্ট কার্ড নিয়ে আসার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতাকে হারাতে পারবে না বিজেপি। বাংলায় কি উন্নয়ন করেছেন মোদী? রিপোর্ট কার্ড নিয়ে আসুক মোদি সরকার। প্রতিশ্রুতির নামে বিজেপি ভাঁওতা দিচ্ছে।” স্বাভাবিক ভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে এখন বিজেপির পক্ষ থেকে কি জবাব আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, গত লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের কাছে যখন কাজের হিসেব চাওয়ার কথা বলছিলেন বিজেপি নেতারা, তখন তৃণমূলের পক্ষ থেকে পাল্টা যুক্তি দেওয়া হয়েছিল। শাসক দলের নেতারা বলতে শুরু করেছিলেন, এটা বিধানসভা নির্বাচন নয়, লোকসভা নির্বাচন। তাই বিগত পাঁচ বছর ধরে দেশের ক্ষমতায় থাকা বিজেপি সরকারকে কি কি কাজ করেছে, তার জবাব দিতে হবে। কিন্তু এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারের কাছে কাজের হিসেব চাইছেন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে এই ব্যাপারে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে। কিন্তু তার মাঝেও আজ জয়নগরের সভা থেকে বিজেপিকে পরাজিত করার চ্যালেঞ্জ দিয়ে কেন্দ্রের মোদী সরকারকে কাজের রিপোর্ট পেশ করার কথা বললেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে তৃনমূলের যুব সভাপতির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!