এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনী সভা থেকে প্রতিশ্রুতি মমতার, বিধিভঙ্গের অভিযোগে সরব বিরোধীরা !

নির্বাচনী সভা থেকে প্রতিশ্রুতি মমতার, বিধিভঙ্গের অভিযোগে সরব বিরোধীরা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার নির্বাচনী জনসভা থেকে প্রতিশ্রুতি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এমনিতেই নানা ইস্যুতে একে অপরের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলতে শুরু করেছেন। কিন্তু এবার স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জনসভা থেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। বলা বাহুল্য, আজ বাঁকুড়ার ওন্দার জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “রাতের অন্ধকারে টাকা বিলি করা হচ্ছে। মা বোনেদের বলছি, কে বা কারা টাকা বিলি করছে, সেদিকে নজর রাখুন। যে বা যারা অভিযুক্তদের ধরিয়ে দিতে পারবেন, তাদের চাকরি দেওয়া হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই ভোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের প্রতিশ্রুতি এখন রীতিমত বেকায়দায় ফেলে দিয়েছে তৃণমূল নেত্রীকে। আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার সময় কেন চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাই গোটা ঘটনাতে এখন নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছে তারা।

পর্যবেক্ষকরা বলছেন, এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তৃণমূল এবং বিজেপির মধ্যে সেই লড়াইয়ে প্রতিমুহূর্তে একদল অপর দলকে চাপে রাখার চেষ্টা করছে। আর এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রীর প্রকাশ্য সভায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি বিরোধীদের হাতে বাড়তি হাতিয়ার তুলে দিয়েছে। আর এই অস্ত্র নিয়েই এখন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা বাড়িয়ে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!