এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে একাধিক জেলার জন্য বিশেষ পদক্ষেপ নিতে চলেছে কমিশন

নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে একাধিক জেলার জন্য বিশেষ পদক্ষেপ নিতে চলেছে কমিশন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ, নিরাপদ রাখা নির্বাচন কমিশনের কাছে একটি বড় চ্যালেঞ্জ। প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের কথা শোনা গেলেও নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণই ছিল। পরবর্তী দফার নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতেও তৎপর কমিশন। এই পরিস্থিতিতে বেশকিছু জেলাকে নিয়ে উদ্বেগ রয়েছে কমিশনের। এই জেলাগুলির জন্য অতিরিক্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে কমিশন।

কমিশনের সর্বাধিক উদ্বেগ রয়েছে দুই মেদিনীপুরকে নিয়ে। যার মধ্যে মূল উদ্বেগের কেন্দ্র হল নন্দীগ্রাম। আগামী ১ লা এপ্রিল যেখানে রয়েছে নির্বাচন। এছাড়াও সেদিন নির্বাচন রয়েছে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলার মোট ৩০ টি আসনে। সেদিন ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এই জেলাগুলিতে। জানা গেছে শুধুমাত্র নন্দীগ্রামেই মোতায়েন করা হবে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, দ্বিতীয় দফার ভোটের নিরাপত্তার ব্যাপারে জেলা প্রশাসনের সাথে রাজ্যের সিইওর বৈঠক হয়েছিল। সেখানেই নন্দীগ্রামের জন্য পৃথক ভাবে ২১ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নন্দীগ্রামে তৃণমূল- বিজেপির বারবার বিক্ষিপ্ত গন্ডগোল, সংঘর্ষ ঘটেছে। গতকাল শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কর্মীরা। তৃণমূল,বিজেপি উভয়দল থেকেই নানা অভিযোগ করা হয়েছে। এ কারণেই নন্দীগ্রামের ব্যাপারে অধিক সতর্ক নির্বাচন কমিশন।

আবার, তৃতীয় দফায় হাওড়া, হুগলি জেলাকে নিয়েও বিশেষ চিন্তা রয়েছে কমিশনের। এই দুই জেলায় অতিরিক্ত হারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে হুগলি গ্রামীণ জেলায় ১৬৬ কোম্পানি, হাওড়া গ্রামীণ জেলাতে ১৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। আবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩০১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে থাকবে। অন্যদিকে, ভোট পরবর্তী হিংসা, অশান্তি বন্ধ করতে পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের পরেও রাখা হবে, বলে জানা যাচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!