এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নির্বাচনের পরিবেশ বিঘ্নিত রাজ্যে? বড় অভিযোগ তুলে সরব বিজেপি!

নির্বাচনের পরিবেশ বিঘ্নিত রাজ্যে? বড় অভিযোগ তুলে সরব বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই ভবানীপুর সহ রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারের শেষ দিন সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। যেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেখানে প্রচারে গেলে তাকে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে পাল্টা দিলীপ ঘোষের দেহরক্ষী বন্দুক দেখালে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। আর এই গোটা বিষয়ে প্রশ্ন তুলে রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলোতে নির্বাচন করা কতটা সমীচীন, তা নিয়ে সরব হলেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

সূত্রের খবর, এদিন বিজেপির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। আর সেখানেই এই ব্যাপারে বড় প্রশ্ন তুলে দেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের ওপর মামলা করার কথা শোনা যাচ্ছে। এই রাজ্যে কলকাতা শহরে এবং খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে যদি এমন হয়, তাহলে পশ্চিমবঙ্গের অন্যান্য কেন্দ্রে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার পরিস্থিতি আদৌ আছে কিনা, সেটা ভেবে দেখা উচিত।” স্বভাবতই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ভবানীপুরের প্রচারে শেষ দিন যে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা নিয়েই এখন সবথেকে বেশি সরব হচ্ছে গেরুয়া শিবির। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, তা বারবার নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে উপস্থাপিত করছেন বিজেপি নেতারা। আর এই ব্যাপারে মন্তব্য করে রাজ্যে নির্বাচনের পরিবেশ যে নেই, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলেন হেভিওয়েট এই বিজেপি নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!