এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনের দিন ঘোষণার আগেই দেওয়াল দখল তৃণমূল বিজেপির, জেনে নিন

নির্বাচনের দিন ঘোষণার আগেই দেওয়াল দখল তৃণমূল বিজেপির, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে ইতিমধ্যেই একুশের বিধানসভা নির্বাচনের দামামা বাজে শুরু করেছে। সেইসঙ্গে তৎপরতা বেড়েছে বাংলার রাজনৈতিক দলগুলির। প্রত্যেকেই নিজের মতন করে শুরু করে দিয়েছে প্রচারপর্ব। আর এই প্রচারপর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল দেওয়াল লিখন। প্রসঙ্গত, নির্বাচন কমিশন কিন্তু এখনো পর্যন্ত একুশের বিধানসভা নির্বাচন হবে ঘোষণা করলেও কবে সেই নির্বাচন হবে তার দিনক্ষণ কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করেনি। কিন্তু তাতে একটুকুও ভাঁটা পড়েনি রাজনৈতিক দলগুলির তৎপরতা। এবার রাজ্যের রাজনোইতিক দলগুলি প্রচার পর্বের হাত ধরে শুরু করে দিলো দেওয়াল লিখন।

আর এই দেওয়াল লিখন পর্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৃণমূল এবং বিজেপি সর্বপ্রথম নাম নথিভুক্ত করল বলে জানা যাচ্ছে। রবিবার মেদিনীপুর শহরের 9 নম্বর ওয়ার্ডে দেখা যায়, বিজেপির দেওয়াল লিখন। এই দেওয়াল লিখনে অংশ নিয়েছেন বিজেপির জেলা সভাপতি সুমিত দাস। শুক্রবার রাতে 9 নম্বর ওয়ার্ডে দেয়াল লিখন শুরু করেছিল তৃণমূল। এবার বিজেপিও তড়িঘড়ি নেমে পড়ল দেওয়ালের অধিকার বজায় রাখতে। রীতিমতো দলের প্রতীক এঁকেই দেওয়াল লেখা শুরু করে দিয়েছে বিজেপি বলে জানা যাচ্ছে। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সুমিত দাস জানিয়েছেন, এলাকায় এতদিন কোনরকম উন্নয়ন হয়নি। ভোট আসতেই শুরু হয়ে গেছে তৃণমূলের উন্নয়নের কাজ।

পাশাপাশি যেভাবে বিজেপির সভায় বর্তমানে জনসমাগম দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর মানুষের ভরসা বাড়ছে বলে দাবী করেন সুমিত। সামনে বাংলার বিধানসভা নির্বাচন আর তাই দলীয় কর্মীদের উজ্জীবিত করার জন্যই দেওয়াল লিখন শুরু হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানা গেছে। তবে দলীয় প্রার্থীর নাম এই দেওয়াল লিখনে নেই। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে ‘সাইড ফর টিএমসি 2021’ নীল রং দিয়ে দেওয়াল লিখন শুরু হয়েছে। অন্যদিকে এলাকার তৃণমূল নেতা সৌরভ বাসু জানিয়েছেন, মেদিনীপুর শহরের 9 নম্বর ওয়ার্ডের প্রায় 60-70 টি দেওয়ালে তৃণমূলের পাশে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে এলাকার সাধারণ মানুষদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরো জানিয়েছেন গত পুরসভা এবং লোকসভা নির্বাচনে যেসব দেওয়ালে তৃণমূল প্রার্থীর নাম লেখা ছিল সেইসব দেওয়াল সাদা রং করে নতুন করে একুশের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হয়েছে। তবে বিজেপি, সিপিএম, কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের জন্য ব্যবহৃত দেওয়ালগুলোতে তৃণমূল কোনোরকম আঁচড় কাটেনি বলে তিনি জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে এই দেওয়াল লিখন কিন্তু মানুষের মনে ব্যাপক প্রভাব বিস্তার করে।

প্রতিটি দল যেভাবে রঙের সমাহারে দেওয়াল রাঙিয়ে তোলেন নিজেদের দলীয় প্রতীক কিংবা প্রার্থীর নামে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর এবারের 21 এর বিধানসভা নির্বাচন রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দিনক্ষণ ঘোষণা না হলেও তড়িঘড়ি মানুষকে কাছে টানতে দলীয় সভা করার পাশাপাশি জোর দেওয়া হচ্ছে দেওয়াল লিখনে। আর একথা তো অনস্বীকার্য যে রাজনৈতিক দল যাই করুক না কেন ভোটে জেতার আসল চাবিকাঠি রয়েছে কিন্তু আমজনতার হাতে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!