এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে আওয়াজ তুলে চাপের মুখে বাবা রামদেব

নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে আওয়াজ তুলে চাপের মুখে বাবা রামদেব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টবিগত কয়েকদিন যাবৎ পতঞ্জলির কর্ণধার রামদেব বাবাকে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি দেশজুড়ে করোনা সংক্রমণের কারণে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সে ব্যাপারে ওয়াকিবহাল সবাই। পর্যাপ্ত প্রতিষেধক বা ওষুধ না থাকার কারণে মৃত্যু ঠেকানো মুশকিল হয়ে উঠছে এবং সে কথা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরাও। কিন্তু তার মধ্যেই যোগগুরু রামদেব বাবা ইদানিংকালে অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি মানুষ মহামারীতে যত না মারা গেছেন, অ্যালোপ্যাথিক চিকিৎসা করিয়ে তার থেকে অনেক বেশি মানুষ মারা গিয়েছে। আর তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে দেশজুড়ে ডাক্তারদের চরম ক্ষোভ।

যে চিকিৎসকরা এই মুহূর্তে ভগবানের রূপ ধারণ করেছেন, সেই চিকিৎসকদের বিরুদ্ধে যখন এহেন অভিযোগ এনেছেন পতঞ্জলির কর্ণধার বাবা রামদেব। যাযথেষ্ট বিতর্কিত বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক চিকিৎসক সংগঠন জানিয়ে দিয়েছেন, বাবা রামদেবের বিরুদ্ধে যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে তারা সঙ্ঘবদ্ধ প্রতিবাদ করবে এবং সে কারণেই পয়লা জুন অর্থাৎ আজ দেশজুড়ে বেশ কয়েকটি চিকিৎসক সংগঠন কালো দিবস পালনের হুঁশিয়ারি দিয়েছে আগেই। প্রসঙ্গত, কিছুদিন আগেই রামদেব বাবার একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়। আর সেখানেই দেখা যায়, রামদেব বাবা অ্যালোপ্যাথিক চিকিৎসাকে বোকা এবং দেউলিয়া চিকিৎসার অঙ্গ হিসেবে মন্তব্য করেন।

পাশাপাশি তিনি জানান করোনা মহামারীর জেরে যত সংখ্যক মানুষ মারা গিয়েছে, তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ শুধুমাত্র অ্যালোপ্যাথিক চিকিৎসা করে মারা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই মন্তব্য চূড়ান্ত বিতর্কের সৃষ্টি করেছে। অবশ্য তাৎক্ষণিকভাবে পতঞ্জলির পক্ষ থেকে রামদেব বাবার পক্ষ গ্রহণ করে ব্যাপারটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়। বলা হয়, রামদেব বাবা এধরনের মন্তব্য করেনি। তাঁর মন্তব্যকে বিকৃতভাবে পেশ করা হচ্ছে সবার সামনে। তিনি কখনোই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে নয়। কিন্তু তাতেও চিকিৎসকদের ক্ষোভ কমেনি বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রামদেব বাবার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি রামদেব বাবাকে হুঁশিয়ারিও দেওয়া হয়, যদি তিনি ক্ষমা না চান, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে আইএমএ -র পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানানো হয়, যোগগুরুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু এতকিছুর পরেও শুধুমাত্র কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সতর্কবার্তা দিয়েছেন রামদেব বাবাকে এবং সে কারণেই প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশের চিকিৎসকরা বলে দাবি করেছেন দা ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

তাঁরা রীতিমতন টুইট করে জানিয়ে দিয়েছেন, দেশের সমস্ত চিকিৎসাকেন্দ্রে কালা দিবস পালিত হবে আজ। তবে পরিষেবা স্বাভাবিক থাকবে। ডাক্তারদের দাবি, রামদেব বাবা নিঃশর্ত ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে কোর্টে মানহানির মামলা করা হবে। আইএমও’র পক্ষ থেকেও এই সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়েছে বলে খবর। যথারীতি আজ চিকিৎসকরা কালো ব্যাজ পরে প্রতিবাদে সামিল হয়েছেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, কোনভাবেই নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিকে দোষারোপ করা উচিত নয়। আর রামদেব বাবা সেটাই করেছেন। চিকিৎসকদের কালা দিবস পালন করার পর রামদেব বাবার বিরুদ্ধে কি আগামী দিনে কোন বড় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার? সেদিকে এখন নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!