এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্দিষ্ট সময়ের আগেই অধিবেশন বন্ধের জের, বিরোধীদের বিক্ষোভে উত্তাল দিল্লি!

নির্দিষ্ট সময়ের আগেই অধিবেশন বন্ধের জের, বিরোধীদের বিক্ষোভে উত্তাল দিল্লি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কথা ছিল, আগামী 13 তারিখে লোকসভার অধিবেশন শেষ হবে। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই বুধবার সেই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করার কথা ঘোষণা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। আর তারপরেই নানা মহলে প্রশ্ন তৈরি হয় এমনকি এই গোটা বিষয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায় লোকসভার অধ্যক্ষ কে নির্দিষ্ট সময়ের আগেই যেভাবে বিক্ষোভ এবং হরতালের কারণে এই অধিবেশন মুলতবি ঘোষণা করতে হল, তাতে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশও প্রশ্ন করতে শুরু করেন।

আর এই পরিস্থিতিতে এবার সরকারের উপর চাপ বাড়িয়ে নির্দিষ্ট সময়ের আগেই অধিবেশন বন্ধের জন্য ভারতবর্ষের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিল্লিতে পথে নামতে দেখা গেল সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে। যেখানে একাধিক বিরোধী দলের পক্ষ থেকে মিছিল করে দেশের বর্তমান পরিস্থিতি যে খুব একটা সুখকর নয়, তা তুলে ধরার চেষ্টা করল বিরোধীরা।

সূত্রের খবর, আজ বৃহস্পতিবার প্রথমে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে একটি বৈঠক করে। আর তারপরেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, নির্দিষ্ট সময়ে অধিবেশন শেষ হওয়ার আগেই যেভাবে সেই অধিবেশন মুলতুবি করে দেওয়া হল, তাতে তারা পথে নামবেন। আর তারপরেই সংসদ ভবন থেকে বিজয়চক পর্যন্ত একটি মিছিল করে বিরোধীরা। যে মিছিলে অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাহুল গান্ধী কংগ্রেসের শীর্ষস্তরের নেতারা। যার জেরে একাংশ বলছেন, নির্দিষ্ট সময়ের আগে অধিবেশন শেষের বিষয়টিকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে আরও বেশি করে চাপ বাড়াতেই বিরোধীদের এই পদক্ষেপ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, 2024 এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এক ছাতার তলায় আসার চেষ্টা চালাচ্ছে। তাদের একটাই লক্ষ্য, বিজেপিকে 2024 এর লোকসভা নির্বাচনের ক্ষমতাচ্যুত করা। সেই মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে লোকসভার বাদল অধিবেশন শুরু হওয়ার সাথে সাথেই বিভিন্ন ইস্যুতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা সংসদের ভেতরে এবং বাইরে তাদের প্রতিবাদ শুরু করেছিলেন। যার জেরে মাঝেমধ্যে সংসদে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল।

কোনোমতেই সংসদ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। আর সেই কারণেই নির্দিষ্ট সময়ের আগেই বুধবার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়ার কথা ঘোষণা করেন লোকসভার অধ্যক্ষ। আর তারপরেই আজ এই ব্যাপারে প্রতিবাদ করে কেন্দ্রের বিজেপি সরকারের অস্বস্তি বাড়িয়ে পথে নামতে দেখা গেল বিরোধী রাজনৈতিক দলগুলোকে। যার জেরে গেরুয়া শিবিরের চাপ আরও বৃদ্ধি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!