এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্দল প্রার্থীকে পরামর্শ ফিরহাদের! একি বললেন মমতার মন্ত্রী? জেনে নিন!

নির্দল প্রার্থীকে পরামর্শ ফিরহাদের! একি বললেন মমতার মন্ত্রী? জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রথমে তৃণমূলের পক্ষ থেকে 68 নম্বর ওয়ার্ডে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়। কিন্তু হঠাৎ করেই তার প্রার্থী পদ তৃনমূলের পক্ষ থেকে তুলে নেওয়া হয়। সেখানে সুদর্শনাদেবীকে প্রার্থী করার কথা জানিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব। আর এরপরেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তনিমা চট্টোপাধ্যায়। তবে এবার সেই তনিমাদেবীকে পরামর্শ দিয়ে নিজের নাম প্রত্যাহার করার কথা বললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন তনিমা চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বার্তা দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “নিজের সম্মান নষ্ট করবেন না। নির্দল হিসেবে দাঁড়িয়ে কি করবেন! জিততে পারবেন না। তারচেয়ে নাম প্রত্যাহার করুন। নিজের সম্মান নিয়ে একটু ভাবুন।” অনেকেই প্রশ্ন করছেন, সুব্রত মুখোপাধ্যায়ের মত প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বোনকে প্রার্থী করা তাহলে কি দরকার ছিল তৃণমূলের?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন তাকে প্রথমে প্রার্থী করে আবার সেখানে পরিবর্তন করা হল! এটা তো তার পক্ষে অত্যন্ত অসম্মানজনক। আর সেই কারণেই তিনি নির্দল হিসাবে দাঁড়িয়েছেন। কিন্তু এখন হয়তো তাতে কিছুটা চাপে পড়ে গেছে তৃনমূল কংগ্রেস। আর সেই কারণেই তাকে পরামর্শ দিতে গিয়ে এই ধরনের কথা বলতে হচ্ছে ফিরহাদ হাকিমকে বলেই মনে করছেন একাংশ। যদিও বা শেষ পর্যন্ত ফিরহাদ হাকিমের এই পরামর্শের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিমের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!