এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নিশ্ছিদ্র নিরাপত্তায় দলের অন্দরে ক্ষোভ মেটাতে এবার মাঠে নামলেন অভিষেক-পিকে, দফায় দফায় হচ্ছে বৈঠক!

নিশ্ছিদ্র নিরাপত্তায় দলের অন্দরে ক্ষোভ মেটাতে এবার মাঠে নামলেন অভিষেক-পিকে, দফায় দফায় হচ্ছে বৈঠক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সামনেই বিধানসভা নির্বাচন। তাই তার আগে দলের ঐকবদ্ধ রূপ সামনে আনতে এবং সংগঠনকে চাঙ্গা করতে এবার উত্তরবঙ্গ সফর শুরু করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তার এই সফরের অন্যতম সঙ্গী তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। সূত্রের খবর, সোমবার দুপুরে কলকাতা থেকে শিলিগুড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। যেখানে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা। মূলত কি সমস্যা রয়েছে, আগামী দিনে কিভাবে পথ চলতে হবে, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

কিন্তু হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের এই উত্তরবঙ্গ সফরে নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, পুজোর আগেই উত্তরবঙ্গ সফরের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শিলিগুড়িতে আগামী 17 অক্টোবর আসবেন তিনি। তাই তার আগে সেই উত্তরবঙ্গের শিলিগুড়িতে সেই সমস্ত জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে বিদ্রোহী নেতাদের মানভঞ্জনের চেষ্টা করা হবে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা নতুন জেলা কমিটি গঠন হলেও, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় একের পর এক নেতারা দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করেছেন। প্রকাশ্যে তারা এমন কিছু মন্তব্য করছেন, যার ফলে অস্বস্তিতে পড়ছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে সকলের ক্ষোভকে মেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের এই উত্তরবঙ্গ সফরে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে উত্তরবঙ্গের এক তৃণমূল নেতা বলেন, “17 অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি আসছেন। এই অবস্থায় দলকে একজোটে রেখে বিজেপিকে ঠেকাতে লড়াই কিভাবে হবে, তার রূপরেখা তৈরি করছেন পিকে আর অভিষেক।” বিশ্লেষকদের একাংশ বলছেন, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের ফলাফল অত্যন্ত খারাপ হয়েছিল। তাই সেই অবস্থা থেকে দলকে ঘুরে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কিন্তু তা সত্ত্বেও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে শাসক দলকে। তাই এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের সমস্ত জেলার নেতাদের সঙ্গে বৈঠক করে বিধানসভার আগে ঐক্যবদ্ধ রুপ তৈরি করার চেষ্টা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার এই উত্তরবঙ্গ সফরে বিদ্রোহী নেতাদের মানভঞ্জন করতে দেওয়া টনিক আদৌ কাজে দেয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!