এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “নিশ্চিন্তে কাপড় জামা মেলে দিন” হঠাৎ কেন এমন বললেন শুভেন্দু!

“নিশ্চিন্তে কাপড় জামা মেলে দিন” হঠাৎ কেন এমন বললেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের একুশে জুলাই শহীদ সমাবেশ উপলক্ষে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন কলকাতায়। আর এই পরিস্থিতিতে এবার সেই একুশে জুলাই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সমস্ত গরু ছেড়ে রাখুন এবং জামা কাপড় নিশ্চিন্তে ছাদে শুকোতে দিন বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ সরাসরি এই মন্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলকে বেনজির আক্রমণ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, “গ্রামেগঞ্জে দিনের বেলা সবাই গরু বেঁধে রাখেন, জামা কাপড় ছাদে শুকাতে দেন বা ঘরের ভেতর শুকান। ওইদিন সব চোরগুলো কলকাতায় আসছে। তাই গরু ছেড়ে রাখতে পারেন, জামা কাপড় বাইরে শোকাতে দিতে পারেন, সন্ধ্যেবেলা তুলতে পারেন। কেউ হাত দেবে না।”

স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলের শহীদ দিবসে যারা কলকাতায় যাচ্ছে, তারা সকলেই চৌর্যবৃত্তির সঙ্গে জড়িত বলে বুঝিয়ে দিতে চাইলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!