এখন পড়ছেন
হোম > অন্যান্য > নিষেধাজ্ঞা অমান্য করে গ্রেফতার হলেন প্রাক্তন ক্রিকেটার। জানুন বিস্তারিত

নিষেধাজ্ঞা অমান্য করে গ্রেফতার হলেন প্রাক্তন ক্রিকেটার। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগস্ট থেকে আইপিএল, তাঁকে নিয়ে সামনে এসেছিল অনেক রকম উত্তেজনা পূর্ণ খবর। জাতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁর অনুরাগীরা যেমন হতাশ হয়েছিলেন, তেমনই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়াতে জল্পনা মিশ্রিত খবর ছড়িয়েছিল তাঁকে নিয়ে।

তবে এবার সম্প্রতি আবারও খবরের শিরোনামে উঠে এলেন তিনি। এতক্ষণে সম্ভবত পাঠক বুঝে গেছেন এখানে কার প্রসঙ্গে কথা বলা হচ্ছে। তিনি হলেন, ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন তারকা সুরেশ রায়না। সম্প্রতি জানা গেছে, নাইট কারফিউ ভেঙ্গে সারারাত পার্টি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন তিনি। এদিন মুম্বাইতে একটি নাইট ক্লাবে এমনই ঘটনায় সম্প্রতি বড় ধাক্কা খেয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

জানা যায়, মুম্বাই বিমানবন্দরের কাছেই একটি ক্লাবে পার্টি করছিলেন তারা। সেখান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাঁর সঙ্গে আরো তিন সেলিব্রিটিকে এদিন সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যায়। যদিও তিনি কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন, তবুও এই নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এদিন নাইট ক্লাব থেকে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার মধ্যে ঋত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান এবং জনপ্রিয় গায়ক গুরু রন্ধাওয়াকেও গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। অন্যদিকে, পুলিশের অভিযোগ তাঁরা প্রত্যেকেই করোনার নিয়ম লঙ্ঘন করেছেন। এদিন পুলিশের তরফ থেকে জানা গেছে, এরা ছাড়াও করোনা পরিস্থিতিতে ক্লাব খুলে রাখার জন্য এদিন ওই ক্লাবের ৭ জন স্টাফ মেম্বারকেও গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, তাঁদের ওপর বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

তাদের ওপর ভারতীয় আইন বিধি ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করা, ২৬৯ ধারায় করোনা পরিস্থিতিতে জানা সত্ত্বেও বেআইনিভাবে এমন কাজ করা যা কিনা বর্তমানে নির্দিষ্ট রোগের সংক্রমণকে বিপজ্জনকভাবে বাড়িয়ে দিতে পারে এবং ৩৪ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে বলেও জানা গেছে। যদিও এরপর তিনি কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন বলেও জানা গেছে। বস্তুত, সম্প্রতি ব্রিটেনের থেকে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ভারতে আসার খবর পাওয়া গেছে।

আর সেখানেই কেন্দ্র থেকে নতুন করে সতর্ক বার্তা জানানো হয়েছে। আর সেখানেই আগাম সর্তকতা অবলম্বন করতে মুম্বাই সরকার মিউনিসিপাল করপরেশন এলাকাগুলোতে নাইট কারফিউ চালু করার সিদ্ধান্ত নিয়েছিল বলে জানা যায় । আর সেখানেই কারফিউ ভেঙে মধ্যরাতে নাইট ক্লাবে পার্টি করার জন্য এভাবেই গ্রেপ্তার হতে হয়েছে সুরেশ রায়না সহ অন্যান্যদের। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে এমন অসাবধানতা মূলক কাজ করার জন্য ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের সম্পর্কে প্রশ্ন তুলতে দেখা গেছে অনেক ক্রীড়াবিদকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!