এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিষেধাজ্ঞার দিনে কি কি করছেন বিজেপির রাজ্য সভাপতি? কতটা মানছেন তিনি নিষেধাজ্ঞা?

নিষেধাজ্ঞার দিনে কি কি করছেন বিজেপির রাজ্য সভাপতি? কতটা মানছেন তিনি নিষেধাজ্ঞা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আপত্তিকর বক্তব্য রাখার অভিযোগে ২৪ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। গতকাল সন্ধে সাতটা থেকে আজ সন্ধ্যে সাতটা পর্যন্ত নির্বাচনী কর্মসূচিতে, প্রচারে যোগদান করতে পারবেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞাকে অক্ষরে অক্ষরে পালন করলেন বিজেপির রাজ্য সভাপতি। আজ সারাদিন বাড়িতেই থাকলেন তিনি। তবে, বাড়িতে বসেই দলের কাজ দেখভাল করছেন তিনি। নিষেধাজ্ঞা উঠে যাবার পর কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

গতকাল, তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের পর সন্ধ্যে সাতটা থেকে নিষেধাজ্ঞা জারি হয় বিজেপির রাজ্য সভাপতির উপরে। আজ নৈহাটি, জগদ্দল এলাকায় রোডশো করার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতির। আবার আজ বিকেল পাঁচটার পর থেকে কলকাতা বন্দর এলাকায় কর্মসূচি ছিল তাঁর। নৈহাটি, জগদ্দলের রোডশো বাতিল হলেও, কলকাতা বন্দরের কর্মসূচিতে সাতটার পরে যাবেন দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ বাড়িতে বসেই দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন ও দলের কাজ দেখভাল করলেন বিজেপির রাজ্য সভাপতি। দলের একাধিক নেতার সঙ্গে বৈঠক করলেন তিনি। গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক চলে। বৈঠক, আড্ডা, সাক্ষাৎকারে দিন কাটালেন বিজেপির রাজ্য সভাপতি। গতকাল, তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, নববর্ষ কথার অর্থ হল ছুটির দিন। এই নিষেধাজ্ঞার মানে কি? ভালোই হয়েছে মন্ডামিঠাই খাবেন তিনি।

আজ এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, মন্ডামিঠাই তিনি খুব একটা খান নি। তবে, ঘরে মন্ডামিঠাই রয়েছে। যারা আসছেন, তাদেরকে মিষ্টি খেতে দিচ্ছেন তিনি। তিনি জানান, নতুন বছরের শুভেচ্ছা বিনিময় মিষ্টি ছাড়া কখনোই হয় না। ব্যস্ততার কারণে, অনেক কার্যকরতার সঙ্গে দেখা করতে পারেননি তিনি, অনেক প্রয়োজনীয় আলোচনাও ব্যস্ততার কারণে করতে পারেনি। আজ তাদেরকে তিনি বাড়িতে ডেকে নিয়েছেন। এতটা সময় চাইলেই পাওয়া যায় না।

নির্বাচন কমিশনের নিষেধাক্কা প্রসঙ্গে তিনি জানালেন যে, তিনি যেটা ঠিক মনে করেছিলেন, সেটাই তিনি বলেছিলেন। কমিশনের নোটিশের জবাবে তাঁর বক্তব্য তিনি জানিয়েছিলেন। এরপর কমিশন যা সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে তিনি কোনো কথা বলতে চান না। নির্বাচনের সময়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে মেনে নেওয়াই হলো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো, জানালেন বিজেপির রাজ্য সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!