এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নিশীথ ম্যাজিক শেষ? জিতেই বড়ো হুঁশিয়ারি উদয়নের! জেনে নিন!

নিশীথ ম্যাজিক শেষ? জিতেই বড়ো হুঁশিয়ারি উদয়নের! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচনে কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে 57 ভোটের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেছিলেন নিশীথ প্রামানিক। পরবর্তীতে তিনি সাংসদ থাকার কারণে বিধায়ক পদে ইস্তফা দেন। যার কারণে আবার এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। তবে এবার সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়ে 1 লক্ষ 63 হাজার 7 ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের উদয়ন গুহ। শুধু তাই নয়, কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের নিজের বুথেও পরাজিত হতে হয়েছে ভারতীয় জনতা পার্টিকে।

 

স্বাভাবিকভাবেই গত লোকসভা নির্বাচন এবং কিছুদিন আগেই হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে যে দিনহাটা এবং কোচবিহার জুড়ে বিজেপির এত রমরমা ছিল, সেখানে কিভাবে মুহূর্তের মধ্যে উবে গেল গেরুয়া হাওয়া, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। আর তার মাঝেই এবার রেকর্ড মার্জিনে জয়লাভ করে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে সরব হলেন বিপুল ভোটে জয়লাভ করা তৃণমূলের উদয়ন গুহ।সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, “নিশীথ প্রামানিক যে কাগুজে বাঘ, তা প্রমাণ হয়ে গেল। আগামী দিনে নিশীথ প্রামাণিকের নাম দিনহাটার মানুষ আর নেবে না।” অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে যেখানে 57 ভোটে পরাজিত হতে হয়েছিল তৃণমূল প্রার্থীকে, সেখানে 1 লক্ষ 63 হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থীর জয়লাভ কিন্তু রীতিমতো চাপে ফেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে।

 

যে কোচবিহার এবং দিনহাটা বিজেপির বলে দাবি করে গেরুয়া শিবির, সেখানেই তাদের এই পরাজয় কোচবিহারের সাংসদের দিকে আঙুল তুলছে বলেই দাবি একাংশের। আর সেই বিষয়টি তুলে ধরেই জয়লাভ করার সাথে সাথেই নিশীথ প্রামাণিককে একহাত নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন উদয়ন গুহ। স্বভাবতই গোটা ঘটনায় বিজেপি এবং নিশীথ প্রামাণিকের চাপ যে কিছুটা হলেও বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!