এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে পরোক্ষে কি নিজের বিপদ ডেকে আনছে তৃণমূল?

নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে পরোক্ষে কি নিজের বিপদ ডেকে আনছে তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন নিশীথ প্রামাণিক। স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। তবে, তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, তিনি প্রকৃতপক্ষে ভারতের নাগরিকই নন, বাংলাদেশের নাগরিক তিনি। রাজ্যসভার কংগ্রেস সাংসদ রিপুন বোরা এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যেখানে তিনি জানিয়েছেন যে, নিশীথ প্রামানিক ভারতীয় নন। তিনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের গাইবাঁধা জেলার হরিনাথপুরে তাঁর জন্ম। সেদেশ থেকে পড়াশোনার পর কম্পিউটার শিখতে পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি। সেখান থেকে কম্পিউটারের ডিগ্রি নিয়ে প্রথমে তৃণমূলে যোগ দেন, তারপর তিনি বিজেপিতে নাম লেখান। নির্বাচনে তিনি নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে উল্লেখ করলেও, তা একেবারেই ভুয়ো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এই অভিযোগ হাতে পেতেই একেবারে লুফে নিয়েছে তৃণমূল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন, এই ধরনের লোককে কেন্দ্রীয় মন্ত্রী করার আগে কেন কোন কিছু খতিয়ে দেখা হয়নি? আবার রাজ্যের অপর এক মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন যে, অনুপ্রবেশকারীদের হাতে যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রক দিয়ে দেয়া হয়, তাহলে সেই সরকারকে আর কি ই বলা যেতে পারে? এখন প্রশ্ন উঠেছে নিশীথ প্রামানিক যদি ভারতের নাগরিক না হন, তবে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দিয়ে প্রশ্নের মুখে পড়তে পারে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা। যার ফলে তীব্রভাবে সমস্যায় পড়বে কেন্দ্রীয় শাসক দল বিজেপি।

যা বিজেপির অস্বীকার করার উপায় থাকবে না। কিন্তু এমন হলে প্রশ্নের মুখে পড়তে হবে তৃণমূলকেও। কারণ, আগে তিনি তৃণমূলে যোগদান করেছিলেন, পরবর্তীকালে তিনি যোগদান করেছেন বিজেপিতে। তাই এক্ষেত্রে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে নিজের দায় এড়াতে পারবেন তৃণমূল। কারণ, একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে কেন দলে নেয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তর দিতে হবে তৃণমূলকে। তাই নিশীথ প্রামানিক যদি ভারতের নাগরিক না হন, তবে এই ইস্যুতে বিজেপি যেমন বিপদে পড়বে, তেমনি বিপদে পড়বে তৃণমূলও, এমনটাই বলছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। নাগরিক সমাজ দ্রুত এর প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!