এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নিশীথ প্রামানিকের নাগরিকত্বের প্রশ্নে ক্ষুব্ধ মহারাজ, উত্তরবঙ্গবাসীকে অপমান করার অভিযোগ

নিশীথ প্রামানিকের নাগরিকত্বের প্রশ্নে ক্ষুব্ধ মহারাজ, উত্তরবঙ্গবাসীকে অপমান করার অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন নিশীথ প্রামানিক। কিন্তু তাঁর নাগরিকত্ব নিয়ে ব্যাপক চাপানউতোর সৃষ্টি হয়েছে। রাজ্যসভার জনৈক কংগ্রেস সাংসদ রিপুন বোরা তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়েছেন। যে চিঠিতে তিনি অভিযোগ করেছেন, নিশীথ প্রামানিক প্রকৃতপক্ষে ভারতের নাগরিকই নন। তিনি হলেন একজন বাংলাদেশের নাগরিক। কম্পিউটার শিক্ষা নিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি। এরপর তিনি তৃণমূলে যোগদান করেন, পরবর্তীতে যোগদান করেন বিজেপিতে। কোচবিহারের বাসিন্দা তিনি নন।

এরপরেই নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে সরব হতে দেখা গেছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসু জানিয়েছেন যে, কোন বিদেশি নাগরিককে দেশের মন্ত্রী করা হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আবার তৃণমূল নেতা উদয়ন গুহ জানিয়েছেন যে, সাধারণ মানুষের মনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি মানুষকে সব কিছু জানান। চুপ করে বসে থাকার অর্থ সকলেই জানেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার, এ প্রসঙ্গে মতামত ব্যক্ত করলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। এ প্রসঙ্গে অনন্ত মহারাজ জানালেন যে, নিশীথ প্রামানিক সম্পর্কে যেসব কথা বলা হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। তিনি জানালেন, নিশীথ প্রামানিকের জন্মস্থান হল ভেটাগুড়ি। তাঁর বাবা-মা সহ তাঁর পরিবারের সকলকে তিনি চেনেন। তাঁর সম্পর্কে না জেনে, না শুনেই এ ধরনের কথা বলা হচ্ছে, এটা ঠিক নয়। এর দ্বারা অপমান করা হচ্ছে। অনন্ত মহারাজ অভিযোগ করেছেন, নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপরে পদাঘাত করা হচ্ছে। রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা যা মেনে নিতে পারছেন না।

তিনি অভিযোগ করেন, উত্তরবঙ্গের মানুষ ও রাজবংশী সম্প্রদায়ের মানুষদের অপমান করতেই এই ধরণের চক্রান্ত করা হচ্ছে। না হলে এ ধরনের কথাবার্তা কেন বলা হবে? তিনি জানান, স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত এরকম উচ্চপদে রাজবংশী সম্প্রদায়ের কাউকে স্থান দেওয়া হয়নি। দেশের গৃহ মন্ত্রণালয়তে তাঁদের ঘরের ছেলেকে এই প্রথম স্থান দেয়া হয়েছে বলে, তাঁরা ধন্য হয়েছেন। এজন্য রাজবংশী সম্প্রদায় ভারত সরকারের কাছে কৃতজ্ঞ রয়েছেন। রাজবংশীদের সন্মান করে এত বড় একটা পদ দেয়া হয়েছে, এজন্য ভারত সরকারকে অশেষ ধন্যবাদ জানালেন অনন্ত মহারাজ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!