এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > নিষ্ঠুরভাবে হত্যা করা হলো জনৈক ব্যবসায়ীকে, অভিযুক্ত এক সন্দেহভাজন

নিষ্ঠুরভাবে হত্যা করা হলো জনৈক ব্যবসায়ীকে, অভিযুক্ত এক সন্দেহভাজন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে ক্রমশ বাড়ছে অপরাধমূলক ঘটনা। কিছুদিন আগেই নবদ্বীপের এক ব্যবসায়ীকে নিজের অফিস ঘরেই গুলি করে হত্যা করা হয়েছিল। এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় জনৈক ব্যবসায়ীকে তাঁর বাড়ির সামনেই কুপিয়ে হত্যা করা হলো। এই ঘটনায় পুলিশ আটক করেছে এক সন্দেহভাজনকে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে, গতকাল উত্তর ২৪ পরগনার গাইঘাটাতে নিজের বাড়ির সামনেই কুপিয়ে হত্যা করা হয়েছে ব্যবসায়ী বিধান সরকারকে। মৃত বিধান সরকারের পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, গতকাল তাঁদের বাড়ির সামনেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ব্যবসায়ী বিধান সরকারের মাথায়, ঘাড়ে, পিঠের একাধিক জায়গায় আঘাত রয়েছে। এই ঘটনায় গাইঘাটা থানায় অভিযোগ জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। ঘটনায় জনৈক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মৃত ব্যবসায়ী বিধান সরকার অস্ত্র পাচার, মাদক পাচার, চোরাচালানের মতো একাধিক অবৈধ কারবারের সঙ্গে জড়িত ছিলেন। ইতিপূর্বে বেশ কয়েকবার জেল খাটতেও দেখা গেছে তাঁকে। আবার একসময় সুটিয়ার কুখ্যাত দুষ্কৃতী প্রভাস ঢালির সঙ্গে শত্রুতা ছিল তাঁর। পুরনো শত্রুতার কারণেই তাঁকে হত্যা করা হতে পারে বলে, অনুমান করছে পুলিশ।

আবার ইতিপূর্বে, কিছুদিন আগেই নদীয়ার নবদ্বীপ থানার মায়াপুর গৌড়নগরে জনৈক ব্যবসায়ী রিপন দাসকে তাঁর নিজের অফিস ঘরেই গুলি করে হত্যা করা হয়। সকাল বেলায় অফিস ঘরে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। আগের দিন রাতেই তাঁকে খুন করা হতে পারে বলে, অনুমান পুলিশের। তাঁর শরীরে চারটি গুলি পাওয়া যায়। এ বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ। গতকাল যে ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে গাইঘাটার ব্যবসায়ী বিধান সরকারকে। ঘটনায় এলাকায় আতঙ্কর ছায়া নেমে এসেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!