এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নীতীশকে বড়সড় টোপ বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের, পা দেবেন কি?

নীতীশকে বড়সড় টোপ বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের, পা দেবেন কি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল দিনভর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে উত্তেজনা ছিল জাতীয় রাজনীতিতে। মাঝরাত পর্যন্ত ভোট গণনা হয়েছে সেখানে। কিন্তু সবশেষে মাত্র 15 ভোটে পিছিয়ে পড়ে সেখানে মহাজোট। ক্ষমতা লাভ করে এনডিএ শিবির। অন্যদিকে বিহারে এনডিএ জোটের মধ্যে আবার এককভাবে বৃহত্তর দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এবার বিজেপি। যথারীতি বিজেপি শিবিরে খুশির হাওয়া। তবে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও বিহারের মুখ্যমন্ত্রী কিন্তু পিছিয়ে পড়া জেডিইউ-এর প্রধান নীতীশ কুমারই হতে চলেছেন বলে জানা গিয়েছে।

আর তার মধ্যেই এবার নীতীশ কুমারের জন্য বার্তা পাঠালেন মধ্যপ্রদেশের বর্ষিয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। বিহারের ভোটের ফলাফল বেরোনোর পরেই কংগ্রেসের পক্ষ থেকে দিগ্বিজয় সিং এবার নীতীশ কুমারকে বিজেপি বিরোধী মহাজোটে শামিল হওয়ার আবেদন জানালেন। একইসঙ্গে বিহারের রাজনীতি থেকে বেরিয়ে জাতীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার আবেদন রাখা হয় নীতীশ কুমারের কাছে। তৃতীয়বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রীর কুর্শিতে আরো একবার বসতে চলেছেন নীতীশ কুমার।

এই ঘোষণা হওয়ার পরেই নীতীশ কুমারের উদ্দেশ্যে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং যে মন্তব্য করেছেন, তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে। একইসঙ্গে নীতীশ কুমারকে জাতীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার যে আবেদন করলেন দিগ্বিজয় সিং তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিহারে এবার বিপুল সাফল্য এসেছে বিজেপির। তাঁদের ঝুলিতে 74 টি আসন, জেডিইউ এর দখলে গিয়েছে 43 টি আসন। অন্যদিকে 243 টি আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে 125 টি আসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সামান্য পিছিয়ে মহাজোট পেয়েছে 110 টি আসন। তারমধ্যে আরজেডির দখলে গিয়েছে 75 টি আসন। কংগ্রেস পেয়েছে 19 টি আসন এবং বামেরা পেয়েছে 16 টি আসন। যথারীতি বিজেপির আসন সংখ্যার নিরিখে কিন্তু জেডিইউ পিছিয়ে রয়েছে। তা সত্ত্বেও পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি বেছে নিয়েছে নীতীশ কুমারকেই। আর নীতীশ কুমার যখন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আরো একবার শপথ গ্রহণ করার জন্য প্রস্তুতি চালাচ্ছেন ঠিক সেসময় নীতীশ কুমারকে কাছে টানার চেষ্টা কংগ্রেসের বলে মনে করা হচ্ছে।

সেই উদ্দেশ্যেই দলের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং নীতীশ কুমারকে বিজেপির সঙ্গ ছাড়ার আবেদন জানালেন। তবে দিগ্বিজয় সিংয়ের এই বার্তার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত নীতীশ কুমার বা জেডিইউ টিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রসঙ্গত, মধ্যপ্রদেশেও বেশ কয়েকটি বিধানসভা এলাকায় নির্বাচনের ফলাফল বেড়িয়েছে এবং প্রত্যেকটিতে আসনেই বিজেপি জিতেছে। খুব স্বাভাবিকভাবেই কংগ্রেস হয়ে পড়েছে কোণঠাসা।

অন্যদিকে বিহারে মহাজোট হারলেও তাঁরা কিন্তু যথেষ্ট লড়াই দিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হাড্ডাহাড্ডি লড়াই করেই জয় পেয়েছে এনডিএ জোট। এই পরিস্থিতিতে নীতীশ কুমারকে দলে টানার চেষ্টা চালিয়ে কংগ্রেসের দিগ্বিজয় সিং যে এনডিএ শিবিরে ফাটল ধরানোর চেষ্টা করছেন, সেকথা চোখ বন্ধ করেও বলা যায়। আপাতত দিগ্বিজয় সিং এর আবেদনে নীতীশ কুমার যে মুখ্যমন্ত্রীত্ত্বের কুর্শি ছেড়ে সাড়া দেবেন না সে ব্যাপারেও একপ্রকার নিশ্চিত বিহারের রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!