এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিয়োগ দুর্নীতি নিয়ে হাঁসফাঁস রাজ্য, বিড়ম্বনা তুঙ্গে তুললেন শুভেন্দু!

নিয়োগ দুর্নীতি নিয়ে হাঁসফাঁস রাজ্য, বিড়ম্বনা তুঙ্গে তুললেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে বর্তমানে পৌরসভার নিয়োগ দুর্নীতি নিয়েও যথেষ্ট চাপে রয়েছে রাজ্য সরকার। একের পর এক দুর্নীতির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে আদালত। যা রাজ্যের বিড়ম্বনা আরও বাড়িয়ে দিচ্ছে। আদালতে গিয়েও কোনো লাভ হচ্ছে না। আর এই পরিস্থিতিতে সেই সিবিআই তদন্ত নিয়ে মুখ খুলে রাজ্যের অস্বস্তি প্রকট ভাবে বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন একটি সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খোলেন তিনি। এদিন এই প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, “নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পৌরসভার স্ক্যাম, অয়ন শীলের নেতৃত্বে প্রত্যেকটি পৌরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে। আর এই সমস্ত ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতেই মাথাব্যথা শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারের।”

একাংশের মতে, এক সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন, তখন তিনি কথায় কথায় সব ঘটনাতেই সিবিআই তদন্তের দাবি করতেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি সিবিআই তদন্তের বিপক্ষে মতামত দেন। তাহলে কি রাজ্যের কারচুপি ঢাকার জন্যই প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের পদক্ষেপ! এই প্রশ্ন অনেকদিন ধরেই তুলছে বিরোধীরা। আর এবার সেই নিয়োগ দুর্নীতির ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে রাজ্য যে চরম অস্বস্তিতে, তা তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!