এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “নিয়ম না মানলে টাকা বন্ধ হয়ে যাবে” বড়সড় হুঁশিয়ারি দিলীপের!

“নিয়ম না মানলে টাকা বন্ধ হয়ে যাবে” বড়সড় হুঁশিয়ারি দিলীপের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 100 দিনের কাজ থেকে শুরু করে রাজ্যের একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করছে শাসক শিবির। পাল্টা বিজেপির পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় প্রকল্পের নিয়ম মানছে না রাজ্য সরকার। আর সেই কারণেই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রী সড়ক যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। কিন্তু সেখানে একাধিক নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে রাজ্যকে বড়সড় হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন এই বিষয় নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “আইনে এরকম বহু নিয়ম রয়েছে। কিন্তু সেই নিয়ম রাজ্য সরকার পালন করে না। এর আগে যেমন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, পঞ্চায়েতের কাজের টাকা বন্ধ করা হয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনই আইন যদি লংঘন করা হয় এবং নিয়ম যদি না মানা হয়, তাহলে এক্ষেত্রেও টাকা বন্ধ করে দেওয়া হবে।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি রাজ্যকে চরম চাপের মুখে ফেলে দিলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!