এখন পড়ছেন
হোম > জাতীয় > নিজামুদ্দিনের ঘটনায় ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, চিন্তায় কেন্দ্র

নিজামুদ্দিনের ঘটনায় ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, চিন্তায় কেন্দ্র


করোনা ভাইরাসকে আটকাতে লকডাউন করে দেওয়া হয়েছে দেশ। কেউ যাতে কোথাও কোনো লোক জমায়েত না করেন, তার জন্য বারবার বার্তা দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই লকডাউন থাকার পরেও, দিল্লির নিজামুদ্দিনে জমায়েত নানা প্রশ্ন তুলে দিয়েছে। আশঙ্কা করা হয়েছিল, এই জমায়েতের পর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়তে শুরু করবে।

আর এবার সেই আশঙ্কাতেই সীলমোহর পড়তে দেখা গেল। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি পরিসংখ্যান প্রকাশ করে জানানো হয়েছে যে, দেশে করোনা আক্রান্তদের 30%-এর সঙ্গেই এই নিজামুদ্দিনের যোগ আছে। আর এতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, এই জমায়াতের কারণে দেশের 14 টি রাজ্যের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং 12 জন ইতিমধ্যেই মারা গেছে বলেও দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন করে ভারতবর্ষ অনেকটাই স্থিতাবস্থায় চলে এসেছিল। কিন্তু তার মাঝেই হঠাৎ করে দেশের রাজধানীর বুকে সংখ্যালঘুদের সমাবেশ তীব্র আশঙ্কা তৈরি করেছিল। আর এবার সেই আশঙ্কাই সত্যি হল এবং এই সমাবেশের কারণে ভারতবর্ষের করোনায় আক্রান্তদের সংখ্যা যে বাড়তে শুরু করেছে, তার রিপোর্ট প্রকাশ করে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর।

যদিও নিজামুদ্দিনের ঘটনার পর, কোথাও যেন একটা ধর্মীয় মোড়ক এসে গিয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বা বুদ্ধিজীবীদের তরফে দাবি তোলা হয়েছিল – বিশেষ একটি সম্প্রদায়কে টার্গেট করতেই কি এমন প্রচার করা হচ্ছে? কিন্তু, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার সব থেকে ভয়াবহ দিক হল গোষ্ঠী সংক্ৰমন। আর তাই তা এড়াতে লকডাউনের ব্যবস্থা করা হয়েছিল – কিন্তু নিজামুদ্দিনে তা মানা না হওয়ায়, ভারতে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা বহুলাংশে বেড়ে গেল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!