এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের মোদী ম্যাজিক, হারিয়ানাতে পৌরসভা নির্বাচনে জয়ী বিজেপি

ফের মোদী ম্যাজিক, হারিয়ানাতে পৌরসভা নির্বাচনে জয়ী বিজেপি


তিন রাজ্যে বিধানসভা ভোটে ভালো ফল করেছে কংগ্রেস। সেই ভালো ফলের কারণে আজ তিন রাজ্যেই কংগ্রেস সরকার গঠন করেছে। বিধানসভা ফলাফল দেখে প্রশ্ন উঠতে শুরু করেছিল তবে কি ফিকে হয়ে গেলো মোদী ম্যাজিক? এবার রাহুল ম্যাজিক শুরু?
কিন্তু না, হরিয়ানার পৌরসভা নির্বাচনে রাহুল ম্যাজিক কাজে লাগলো না কংগ্রেসের।

জানা যাচ্ছে বিজেপি শাসিত হরিয়ানার ৫ জেলা পানিপথ, করনাল, যমুনা নগর, হিসার আর রোহতক -এ হওয়া পৌরসভা নির্বাচনে বিজেপির পাঁচ প্রার্থীই জয় পেলো। পানিপথের বিজেপি প্রার্থী অবনীত কৌর ৭৪ হাজার ৯৪০ ভোট, করনাল এর বিজেপি প্রার্থী রেনু বালা গুপ্তা ৯৩৪৮ ভোট,

যমুনা নগরের বিজেপি প্রার্থী মদন চৌহান ৪০ হাজার ৬৭৮ , হিসারের বিজেপি প্রার্থী গৌতম সরদনা ২৮ হাজার ৯১ ভোট ও রোহতক -এ বিজেপি প্রার্থী মনমোহন সিং বিপুল ভোটে জয়লাভ করেছেন। ১৬ ডিসেম্বর রবিবার ভোটগ্রহণ হয়। পাঁচটি জেলায় মোট ১১০টি ওয়ার্ডে ৬৩.৩৯ শতাংশ ভোট পড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মেয়র পদে ৫৯ জন প্রার্থী লড়াই করেছেন। যার মধ্যে ৪০ জন পুরুষ ও ১৯ জন মহিলা রয়েছে। এছাড়া সবমিলিয়ে ৫৯২ জন প্রার্থী পুরভোটে দাঁড়ান। যার মধ্যে ৩২২ জন পুরুষ ও ২৭০ জন মহিলা ছিলেন। এছাড়া পুর কমিটি নির্বাচনে ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে ৩৫ জন পুরুষ ও ৫৪ জন মহিলা প্রার্থী ছিলেন। মোট ১৪ লক্ষ ১ হাজার ৪৫৪ জন ভোটার ছিলেন বলে জানা গিয়েছে।  স্বভাবতই এই জয়ে খুশির হাওয়া বিজপি শিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!