এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ ঠাকরে “নো ইভিএম” কর্মসূচিতে আমন্ত্রণ জানালেও যেতে নারাজ মমতা! জল্পনা তুঙ্গে

রাজ ঠাকরে “নো ইভিএম” কর্মসূচিতে আমন্ত্রণ জানালেও যেতে নারাজ মমতা! জল্পনা তুঙ্গে


লোকসভা নির্বাচনের অনেক আগে থেকেই ইভিএমের স্বচ্ছতার ব্যাপারে প্রশ্ন তুলে ব্যালটে নির্বাচন করা হোক বলে দাবি জানাতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ইভিএমে ভোট প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রের ক্ষমতায় আসলে সেই ইভিএমের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। যার পর সদ্যসমাপ্ত তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ থেকে ব্যালটে ভোট করার ব্যাপারে দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনকি পুরোভোটও ব্যালটে হবে বলে জানিয়ে দেন তিনি। আর এই পরিস্থিতিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে ইভিএম বাতিল করে ব্যালট ফেরানোর দাবিতে মহারাষ্ট্রে আগামী একুশে আগস্ট সমস্ত বিরোধী দলকে নিয়ে যে রালি সংগঠিত হচ্ছে, তার জন্য এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে আসে মহারাষ্ট্র নবনির্মান সেনা সুপ্রিমো রাজ ঠাকরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বুধবার বিকেল তিনটে পঞ্চাশ নাগাদ রাজ ঠাকরে নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন। পরে সাংবাদিক বৈঠকে আগামী একুশে আগস্ট মহারাষ্ট্রে নো ইভিএম রালিতে তিনি যোগ দেবেন না বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে ঘটনায় এবার তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে।

এদিন রাজ ঠাকরে বলেন, “দেশের সব বিরোধী দলকেই একুশে আগস্টের রালিতে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের কর্মসূচি ইভিএম বিরোধী। কিন্তু ইভিএমের বিরোধিতা করার অর্থ যদি মোদি বিরোধিতা করা হয়, তাহলে আমাদের মঞ্চকে মোদি বিরোধী আখ্যা দিতেও আপত্তি নেই।” কিন্তু লোকসভা নির্বাচনের পর এই প্রথম তো আবার বিরোধীদের এক সুতোর মালায় গাথার সুযোগ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেক্ষেত্রে কেন তার দাবি ইভিএম নয়’ ব্যালট চাই এর প্রতিফলন যখন রাজ ঠাকরে তার রালির মধ্যে দিয়ে করতে চাইছেন, তখন সেখানে উপস্থিত থাকছেন না তৃনমূল নেত্রী! এদিন এই বৈঠকে যোগ না দেওয়ার কারণ হিসেবে তিনি সেদিন অন্য কাজে ব্যস্ত থাকবেন জানিয়ে তিনি এই রালিকে যে সমর্থন করছেন, তাও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু মুখে সমর্থন করা, আর রালিতে সশরীরে উপস্থিত থাকার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। সেক্ষেত্রে ভোটের আগেই সমস্ত বিরোধী দলকে নিয়ে হম্বিতম্বি করা মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি নিজেকে গুটিয়ে নিচ্ছেন! আর তাইতো তার বর্তমান সময়ের সবথেকে বড় দাবি ইভিএম নয়, ব্যালট চাইয়ের রালিতে উপস্থিত হওয়া সুকৌশলে এড়িয়ে গেলেন তিনি! জোর জল্পনা রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!