এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নোয়াপাড়া উপনির্বাচনের ও প্রিয়বন্ধু মিডিয়ার এক্সিট পোল – কি মিলল আর কি মিলল না?

নোয়াপাড়া উপনির্বাচনের ও প্রিয়বন্ধু মিডিয়ার এক্সিট পোল – কি মিলল আর কি মিলল না?


সদ্য প্রকাশিত হল নওপাড়া বিধানসভা উপনির্বাচনের ফলাফল। গতকালই প্রিয়বন্ধু মিডিয়ার তরফ থেকে নোয়াপাড়া বিধানসভার এক্সিট পোল করা হয়। আসুন একনজরে দেখে নেওয়া যাক সেই এক্সিট পোলের সাথে বাস্তব ফলাফল কতটা মিলল আর কতটা মিলল না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আমাদের এক্সিট পোল অনুযায়ী বলা হয়েছিল নোয়াপাড়ায় প্রাপ্ত ভোট শতাংশ হতে পারে নিম্নরূপ –
তৃণমূল কংগ্রেস – ৫৫%
বামফ্রন্ট – ২২%
বিজেপি – ১৮%
কংগ্রেস – ৪%
নোটা – ১%

আরও পড়ুন: নোয়াপাড়া উপনির্বাচন: দেখে নিন প্রিয়বন্ধু মিডিয়ার এক্সক্লুসিভ এক্সিট পোল

আর বাস্তবে প্রাপ্ত ভোট শতাংশ
তৃণমূল কংগ্রেস – ৫৩.৫১%
বিজেপি – ২০.৩৬%
বামফ্রন্ট – ১৮.৬৭%
কংগ্রেস – ৫.৫৪%
নোটা – ১.৯১%

অর্থাৎ তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস ও নোটার প্রাপ্ত ভোট শতাংশ প্রায় মিলিয়ে দিয়েছে প্রিয়বন্ধু মিডিয়া। মেলাতে পারেনি কে হবে দ্বিতীয় আর কে হবে তৃতীয় সেই হিসেব। কিন্তু যে কোনো এক্সিট পোলের ক্ষেত্রে ‘এরর পার্সেন্টেজ’ বা ভুলের শতাংশ ধরা হয় ৩%, সেক্ষেত্রে সিপিএমের ভোট প্রায় ২১% পৌঁছাতে পারে, যা আমাদের করা সমীক্ষার থেকে মাত্র ১% কম

অন্যদিকে, আমাদের করা এক্সিট পল অনুযায়ী আমরা জানিয়েছিলাম
তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল সিং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৬০,০০০ – ৭০,০০০ ভোটের ব্যবধানে হারাতে চলেছেন

আর বাস্তবে, তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল সিং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৬৩,০১৮ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!