এখন পড়ছেন
হোম > রাজ্য > নবান্নের ভরসা সেই মদেই! এবার কম দামে নতুন রূপে মদ্যপ্রেমীদের জন্য বড়সড় ধামাকা মমতা সরকারের?

নবান্নের ভরসা সেই মদেই! এবার কম দামে নতুন রূপে মদ্যপ্রেমীদের জন্য বড়সড় ধামাকা মমতা সরকারের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মদ্যপায়ীদের জন্য বিশেষ সুখবর। এবার থেকে পাউচ প্যাকে পাওয়া যাবে সরকারি দিশি মদ, তাও মাত্র কুড়ি টাকায়। সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তবে আগামী মাসে বড়দিনের আগেই বাজারে আসতে চলেছে পাউচ প্যাকে ৭০ডিগ্রির সরকারি দিশি মদ। এ বিষয়ে নবান্ন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, স্বল্পমূল্যে বাজারে ৭০ ডিগ্রির সরকারি দিশি মদ আনার বিশেষ ছাড়পত্র দিয়েছে নবান্ন। তবে, স্বল্পমূল্যে এই মদের নাম কি দেয়া হবে? তা অবশ্য এখনও স্থির করেনি রাজ্যের আবগারি দপ্তর।

বস্তুত, রাজ্যজুড়ে চোলাই মদের রমরমা কারবার বন্ধ করতেই সস্তায় দিশি মদ বাজারে আনার বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের। চোলাই মদের কারবার বন্ধ করতেই দীর্ঘদিন ধরেই চিন্তাভাবনার করেছিল রাজ্যের আবগারি দপ্তর আবগারি। আবগারি দপ্তরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে, যদি চোলাই মদের দামে সরকারি দিশি মদ পাওয়া যায় তবে মদ্যপায়ীরা চোলাই মদ ছেড়ে সরকারি দিশি মদের দিকে ঝুঁকবেন।

সম্প্রতি, এক বোতল ৬০ ডিগ্রির দিশি মদের দাম ১০০ টাকার কিছু বেশি। সেখানে এর অর্ধেক দামে পাওয়া যাচ্ছে চোলাই মদ। বাজারে এজন্য আবগারি দপ্তর ৬০ ডিগ্রির দিশি মদের চেয়ে সামান্য কম ৭০ ডিগ্রির দিশি মদ সল্পমূল্যে বাজারে আনার সিদ্ধান্ত নিল। এই মদে পাওয়া যাবে জঙ্গলমহলের মহুয়া মেশানো গন্ধ। সম্প্রতি, জঙ্গলমহল ও কিছু কিছু চা-বাগানে অল্প পরিমাণে এই মদ এখন বিক্রি হচ্ছে। তবে তা বোতলে। বোতলে এই মদের দাম ৮০ থেকে ৯০ টাকা। তাই ৭০ ডিগ্রির দিশি মদ মদ্যপায়ীদের কাছে তেমন জনপ্রিয় হয়নি। এবার আবগারি দপ্তর মাত্র ২০ টাকায় পাউচে প্যাকে ২০০ মিলিলিটার দিশি মদ বিক্রি করার সিদ্ধান্ত নিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবগারি দফতরের পক্ষ থেকে জানা যাচ্ছে যে, সম্প্রতি রাজ্যে বছরে ৪০ কোটি বোতল দিশি মদ বিক্রি হয়। চোলাইয়ের কারবার এর অর্ধেক। কারণ, তা প্রায় অর্ধেক দামে পাওয়া যায়। আবগারি দপ্তর বহু চেষ্টা করেও পারছেনা এর কারবার বন্ধ করতে। তবে, বাজারে সস্তায় সরকারি দিশি মদ এলে, চোলাই এর কারবার বন্ধ হবে। আবগারি কর্তারা আশা করছেন, সস্তায় যদি সরকারি দিশি মদ পাওয়া যায়, তাহলে মদ্যপায়ীরা চোলাই মদ ছেড়ে দিয়ে সরকারি দিশি মদের দিকে ঝুঁকবেন। চোলাই মদও পাউচে বিক্রি হয়ে থাকে, সরকারি মদ যদি পাউচে বিক্রি হয়, তবে মদ্যপায়ীদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারবে।

এদিকে রাজ্য সরকার সবসময় দিশি মদের গুণগত মান বৃদ্ধির দিকে লক্ষ্য রাখছে। সম্প্রতি এক বোতল দিশি মদ ৮০- ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েক বছর ধরে দিশি মদের দাম যথেষ্ট বাড়ছে। আবগারি কর্তারা জানাচ্ছেন, দিশি মদের দাম বাড়ার ফলে রাজ্যের শ্রমজীবী মানুষের একটা বড় অংশ চোলাই মদের দিকে ঝুঁকছেন। এর উপরে করোনার সংক্রমণ, লকডাউন ইত্যাদির কারণে বহু মানুষ কাজ হারিয়েছেন। মানুষের হাতে অর্থ সীমিত, কিন্তু মদের নেশা যে কমেছে তা নয়। হাতে অর্থ কম থাকার কারণে সস্তায় চোলাই মদের দিকেই বেশি করে পা বাড়াচ্ছেন অনেকে।

এই অবস্থায় সস্তায় দিশি মদ বিক্রি সিদ্ধান্ত নিল রাজ্যের আবগারি দপ্তর। এ বিষয়ে দরপত্র ডেকে উৎপাদকদের কাছে ন্যূনতম দামের বিষয়ে আলোচনা করতে চলেছে আবগারি দপ্তর। সবকিছু ঠিকঠাক থাকলে বড়দিনের আগেই বাজারে আসতে চলেছে পাউচ প্যাকেটে সস্তার দিশি মদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!