এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নবান্ন অভিযানে মমতা প্রশাসনের তিক্ত অভিজ্ঞতা! দিল্লি ফিরেই কি তৃণমূলের ঘুম ওড়াবেন তেজস্বী?

নবান্ন অভিযানে মমতা প্রশাসনের তিক্ত অভিজ্ঞতা! দিল্লি ফিরেই কি তৃণমূলের ঘুম ওড়াবেন তেজস্বী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে নবান্ন ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছিল। যার জেরে উত্তাল হয়ে উঠেছিল নগর কলকাতা। বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিকে স্তব্ধ করতে কাঁদানে গ্যাস, জল কামানের ব্যবহার করেছিল পুলিশ। বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য অভিযোগ করেছেন যে, গতকাল পুলিশের জলকামানে যে রঙিন তরল ব্যবহার করা হয়েছিল, সেখানে মেশানো হয়েছিল রাসায়নিক। এই বিষয়ে কেন্দ্রের কাছে তদন্তের দাবি করবেন বলে জানালেন বিজেপি যুব নেতা ও দক্ষিণের তরুণ বিজেপি সাংসদ তেজস্বী সূর্য।

গতকাল বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিকে স্তব্ধ করে দিতে অভিযানের শুরুতেই লাঠিচার্জ করেছে পুলিশ বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। বিজেপির অভিযোগ পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চেষ্টা করলে সাঁতরাগাছি, হেস্টিংস মোড়ে তাঁদের উপরে লাঠিচার্জ করে পুলিশ। এরপর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চলে বিজেপি কর্মীদের। পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। এরপরও বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে সামনে এগুনোর চেষ্টা করলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের প্রচণ্ড ধাক্কা ধাক্কি, ধস্তা-ধস্তি শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত জলকামান ব্যবহার করে পুলিশ। অভিযোগ উঠেছে, এই জলকামান থেকে ছোড়া রঙিন জলে অসুস্থ হয়ে পড়েছেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। যাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রসঙ্গত ইতিপূর্বে দিল্লি পুলিশকে একবার রঙিন জল ছেটাতে দেখা গিয়েছিল আন্দোলন দমন করতে। কিন্তু বাংলার পুলিশকে যা করতে কখনো করতে দেখা যায়নি। গরম জল, ঠান্ডা জল ব্যবহার করে বিক্ষোভকারীদের শায়েস্তা করার চেষ্টা পুলিশ ইতিপূর্বে করেছিল। কিন্তু বাংলার পুলিশ রঙিন জলের ব্যবহার পূর্বে কখনোই করে নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি হিসেবে সদ্যই স্থলাভিষিক্ত হয়েছেন বিজেপির যুব নেতা তেজস্বী সূর্য। দলে তার জনপ্রিয়তাও ক্রমশ বাড়ছে। রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বও নিতে পারেন তিনি। কেন্দ্রীয় পদ প্রাপ্তির পর প্রথম বিক্ষভ কর্মসূচি পালনে পশ্চিমবঙ্গে এসে অত্যন্ত বিরূপ তার অভিজ্ঞতা। এবার দিল্লিতে এর বিরুদ্ধে সরব হতে চলেছেন তিনি।

গতকাল নবান্ন অভিযান এর শেষে এক সাংবাদিক বৈঠকে বিজেপির ওপর পুলিশের অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন যুবনেতা তেজস্বী সূর্য। এ প্রসঙ্গে তিনি জানালেন, ” মমতার হাতের পুতুলে পরিণত পুলিশ। গণতান্ত্রিক আন্দোলনে লাঠি চালায় পুলিশ । জলকামানে নীল রঙের তরল ব্যবহার করা হয়েছে । এভাবে কোথাও জলকামানে রং ব্যবহার হয় না । নীল রঙের তরল ব্যবহার নিয়ে কেন্দ্রের কাছে তদন্তের দাবি
জানাচ্ছি ।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!