এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নোবেল জয়ী অর্থনীতিবিদকে তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

নোবেল জয়ী অর্থনীতিবিদকে তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে একাধিকবার কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জমি বিতর্ক নিয়েও তাঁকে করেছিলেন তিনি। আজ সকালে প্রাত ভ্রমণে বেরিয়ে আবার অমর্ত্য সেনকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন যে, দেশের মানুষের দুঃখ কষ্টে থাকেন না যিনি, তাঁর কাছ থেকে কোন নীতি কথা শুনতে চান না তিনি। লাভ জিহাদ ইস্যুতেও অমর্ত্য সেনকে তীব্র কটাক্ষ করলেন তিনি।

প্রসঙ্গত, গতকাল সোমবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন লাভ জিহাদ বা ধর্মান্তর বিরোধী আইনের বিষয়ে তাঁর প্রবল আপত্তির কথা জানিয়েছিলেন। এ বিষয়ে তিনি জানিয়েছিলেন যে, লাভ জিহাদ বা ধর্মান্তর বিরোধী আইন যথেষ্ট চিন্তার বিষয়। এই আইন মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। জীবন যাপনের অধিকার প্রত্যেক মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। কিন্তু এই আইন পাস হলে মানবাধিকার লংঘন করা হবে। কারণ, যে কোন মানুষ নিজের ধর্ম পরিবর্তন করে অন্য ধর্ম গ্রহণ করতে পারেন। সে অধিকার সংবিধান স্বীকৃত। তাই এই আইনকে তিনি অসাংবিধানিক বলে মনে করছেন।

লাভ জিহাদ বিরোধী বা ধর্মান্তর বিরোধী আইন প্রসঙ্গে গতকাল অমর্ত্য সেন আরো জানিয়েছিলেন যে, এই আইনের বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া প্রয়োজন। এই আইনকে অসাংবিধানিক বলে ঘোষণা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো প্রয়োজন। তিনি অভিযোগ করেছেন যে, ভারতের ইতিহাসে এমন দৃষ্টান্ত কখনো দেখা যায়নি। তিনি জানিয়েছেন সম্রাট আকবরের সময় নিয়ম করা হয়েছিল যে, কোন ব্যক্তি যে কোন ধর্ম গ্রহন করতে পারবেন ও সেইসঙ্গে যে কোন ধর্মের মানুষকে বিবাহ করতে পারবেন। তিনি অভিযোগ করেছেন যে, লাভ জিহাদ বিরোধী আইন সংবিধানকে অপমান করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই বক্তব্যের পর গতকাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন যে, অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই কথা বলেছেন এবার এই বিষয়েই অমর্ত্য সেনকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আজ সকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, অমর্ত্য সেন বলেছেন যে লাভ জিহাদের মধ্যে কোন জিহাদ থাকতে পারেনা। ধর্মান্তর বিরোধী যে আইন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে আছে তা অসাংবিধানিক। তিনি জানালেন যে, অমর্ত্য সেনের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চান না তিনি। কারণ তিনি তিনবার তিন ধর্মের মানুষকে বিয়ে করেছেন। তাই এ বিষয়ে কিছু বলার নৈতিক অধিকার তাঁর থাকতে পারে না।

লাভ জিহাদ বিষয়ে অমর্ত্য সেনকে তীব্র কটাক্ষের পর তিনি জানালেন যে, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, দেশের মানুষের দুঃখ-কষ্টতে থাকেন না যিনি, সেসব মানুষের মুখে এ ধরনের নীতি কথা শুনতে চান না তাঁরা। যারা এ ধরনের মানুষের কথা শুনেছেন, তাঁরাই ডুবেছেন। কিন্তু তাঁরা এভাবে ডুবতে চান না। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একাধিক কটাক্ষের পর, তাঁর জবাব দিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি জানালেন যে, অমর্ত্য সেনের মতো মানুষের গুরুত্ব বোঝা দিলীপ ঘোষের মতো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তিনি জানালেন যে, অসহিষ্ণুতার রাজনীতি নিয়ে সরব হয়েছেন অমর্ত্য সেন। এ কারণেই তাঁকে অপছন্দ করে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!