এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নবজোয়ার কি পঞ্চায়েতে ছাপ্পা ভোটের প্রস্তুতি! ভয়ঙ্কর অভিযোগে সরগরম রাজ্য!

নবজোয়ার কি পঞ্চায়েতে ছাপ্পা ভোটের প্রস্তুতি! ভয়ঙ্কর অভিযোগে সরগরম রাজ্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আর কিছুদিনের মধ্যেই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে জনসংযোগ কর্মসূচি করতে জেলায় জেলায় গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মতামত সংগ্রহ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে দলীয় নেতাকর্মীদের ভোট দেওয়ার কথা বলে কাকে প্রার্থী করলে ভালো হয়, তার মতামত নিচ্ছেন তিনি। তবে মুর্শিদাবাদ থেকে শুরু করে বর্ধমান, বিভিন্ন জায়গায় সেই দলীয় ভোটের ক্ষেত্রেও বিশৃঙ্খলা দেখা দিতে শুরু করেছে। যে তৃণমূলের বিরুদ্ধে বার বার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা, সেই তৃণমূল তাদের দলীয় ভোটেও যেভাবে ছাপ্পা দিচ্ছে, তা নিয়ে বিরোধীদের কটাক্ষের শেষ নেই। তবে তৃণমূলের এই দলীয় ভোটে ছাপ্পা এবং বিশৃঙ্খলা কি পরিকল্পিত? জেনে বুঝেই কি এই সমস্ত কাজ করা হচ্ছে? ইতিমধ্যেই এই ব্যাপারে ভয়ংকর প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। আর তা নিয়েই রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি।

 

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি ভয়ংকর তথ্য ফাঁস করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটে কিভাবে ছাপ্পা ভোট দিতে হবে, তার প্র্যাকটিস সেট খেলছেন। তা না হলে প্রত্যেকটি জায়গায় এই বিশৃঙ্খলা হয় কি করে! পার্টি বলতে কি কিছুই নেই! সবাই কি গুন্ডা হয়ে গিয়েছে!” একাংশের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার স্বচ্ছতার কথা বলছেন। কিন্তু যেভাবে দলীয় ভোটেও বিশৃঙ্খলা এবং ছাপ্পা শুরু হয়েছে, তাতে আগামী দিনে কি সত্যিই পঞ্চায়েত নির্বাচন হলে তা স্বচ্ছ ভাবে হবে, তা কিন্তু যথেষ্ট প্রশ্নের বিষয়। সেদিক থেকে দিলীপ ঘোষের এই বক্তব্য নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে দিলীপ ঘোষের এই বক্তব্য অত্যন্ত ভয়ংকর এবং তাৎপর্যপূর্ণ। জেলায় জেলায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে বিশৃঙ্খলার চোখে পড়ছে, তাহলে এক জেলা থেকে শিক্ষা নেওয়ার পর কেন আর এক জেলায় তাকে মোকাবিলা করার জন্য বাড়তি ব্যবস্থা গ্রহণ করছে না তৃণমূল নেতৃত্ব! তাহলে কি এই বিশৃঙ্খলাকে আটকানোর জন্য সঠিক মেশিনারী নেই ঘাসফুল শিবিরের কাছে?তারা কি সত্যি সত্যিই কন্ট্রোল হারিয়ে ফেলছে!নাকি দিলীপ ঘোষের কথা অনুযায়ী সত্যি সত্যিই আগামী দিনের ব্লু প্রিন্ট তৈরি করতে জেনে বুঝেই এই বিশৃঙ্খলা?

 

এদিকে শাসক শিবিরের দাবি, দলে সঠিক গুরুত্ব পাচ্ছেন না দিলীপ ঘোষ। তাই তৃণমূলের এত বড় কর্মসূচিকে তিনি খাটো করবার জন্য এই ধরনের কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের মতামত নিচ্ছেন, তা কোনো রাজনৈতিক দল করতে পারেনি। তাই গাত্রদাহ হওয়ার কারণেই এই ধরনের কথা বলছেন দিলীপ ঘোষ। তবে যে যাই বলুক না কেন, যে পরিমাণে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাতে শাসক শিবিরের অভ্যন্তরীণ কোন্দল যেমন প্রকাশ্যে আসছে, ঠিক তেমনই আগামী দিনে নির্বাচন হলে সেই নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, তা নিয়েও উঠছে প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!