এখন পড়ছেন
হোম > রাজনীতি > নজিরবিহীন, এবার রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন অধ্যক্ষ? সংঘাত তুঙ্গে!

নজিরবিহীন, এবার রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন অধ্যক্ষ? সংঘাত তুঙ্গে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মঙ্গলবার বিধানসভায় গিয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। শুধু তাই নয়, অধ্যক্ষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে বিধানসভার অধ্যক্ষকে কটাক্ষ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। যার পরিপ্রেক্ষিতে পাল্টা রাজ্যপালের এই ধরনের আচরণ দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আর এই পরিস্থিতিতে বুধবার রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ। যেখানে রাজ্যপাল কি বলেছেন, সেই সমস্ত কিছু দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করলেন তিনি‌। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার রাস্তায় হাঁটবে রাজ্য! সত্যিই কি এটা সম্ভব! তা নিয়ে নানা মহলে শুরু হয়েছে চাপানউতোর।

সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যপাল বিধানসভায় দাঁড়িয়ে কি কি বলেছেন, সেই ব্যাপারে একটি সিডি চেয়ে পাঠিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন এই প্রসঙ্গে বিমানবাবু বলেন, “উনি বিধানসভায় আসতে চেয়েছিলেন, আমরা মর্যাদা দিয়ে এনেছি। কিন্তু বুঝতে পারিনি, উনি এই প্ল্যাটফর্মকে রাজনৈতিক বক্তব্য পেশের জন্য ব্যবহার করবেন। আমি সিডি চেয়ে পাঠিয়েছি। আমি সেটাকে পরীক্ষা করে দেখব। সেটা দেখার পর কি করব, না করব সিদ্ধান্ত নেব। কারণ যে আচরণ এই বিধানসভায় উনি করে গেলেন, তা ভারতের কোথাও হয়েছে বলে আমার জানা নেই।” তবে বিধানসভার অধ্যক্ষ রাজ্যপালের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন, তা অবশ্যই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!