এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নজিরবিহীন ঘটনা! তৃণমূল নেতা মন্ত্রীদের গ্রেফতারের প্রতিবাদে রাজ্যজুড়ে ময়দানে নামল বামেরা!

নজিরবিহীন ঘটনা! তৃণমূল নেতা মন্ত্রীদের গ্রেফতারের প্রতিবাদে রাজ্যজুড়ে ময়দানে নামল বামেরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2011 সালের আগে তৃণমূলের প্রধান শত্রু ছিল বামফ্রন্ট। 34 বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করা কার্যত টার্গেট হয়ে দাঁড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অবশেষে সেই লক্ষ্যে পৌঁছেছেন তিনি। 2011 সালে বিধানসভা নির্বাচনে বামেদের পরাজিত করে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আর 2011 সাল থেকে তৃণমূলের সেই বিজয়রথ ক্রমাগত সামনের দিকে এগিয়ে গিয়েছে। এদিকে যত সময় গিয়েছে ততই পর্যুদস্ত হয়েছে বামেরা। 2021 সালের বিধানসভা নির্বাচনে তারা একজন প্রতিনিধিও রাজ্য বিধানসভায় পাঠাতে পারেনি।

বর্তমানে রাজ্য রাজনীতির পরিস্থিতি অনেকটাই আলাদা। এখন আর বামেরা নয়, তৃণমূলের প্রধান বিরোধী শক্তি ভারতীয় জনতা পার্টি। তবে নীতিগত এবং মতাদর্শগত কারণে বামপন্থীদের সঙ্গে যে তৃণমূলের মিল নেই, তা বলাই যায়। কিন্তু এবার তৃতীয় বার ক্ষমতায় আসা রাজ্যের তৃণমূল সরকার এর হেভিওয়েট মন্ত্রী এবং বিধায়ককে গ্রেপ্তারের প্রতিবাদে কার্যত ঘাসফুল শিবিরের পাশে দাঁড়াতে দেখা গেল সিপিআইএমএলকে। যে ঘটনাকে নজিরবিহীন বলেই আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

হঠাৎ করে বামপন্থীদের এই সংগঠন কেন তৃণমূলের পাশে দাঁড়ালো! তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি রাজ্য রাজনীতিতে আবার নতুন করে পরিবর্তনের সংকেত? বামেরা কি এবার তৃণমূলের প্রতি নরম হতে শুরু করেছে? এখন তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার রাজ্য মন্ত্রিসভার দুই সদস্য সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। আর তারপরই বিজেপি প্রতিহিংসাপরায়ন আচরণ করছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস।

আর এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে এই গোটা ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামতে দেখা যায় সিপিআইএমএলকে। আর এখানেই প্রশ্ন, যেখানে বামেরা প্রতি মুহূর্তে তৃণমূল এবং বিজেপিকে এক আসনে বসিয়ে কটাক্ষ করে, সেখানে বামপন্থীদের এই সংগঠন কেন উল্টো রাস্তায় হাঁটল? কেন এক্ষেত্রে তৃণমূলের সঙ্গে সুর মিলিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে নামতে দেখা গেল তাদের? তাহলে কি বামপন্থী সংগঠনের মধ্যে থেকে বের হয়ে এখন তৃণমূলের সঙ্গে হাত মেলানোর চিন্তাভাবনা করছে সিপিআইএমএল?

তাদের এই পদক্ষেপের পর এখন এই জল্পনা ক্রমাগত বাড়তে শুরু করেছে। বলা বাহুল্য, এমনিতেই রাজ্যজুড়ে বামেদের সঙ্গীহীন অবস্থা। তার মধ্যে তাদের এই সংগঠন যেভাবে তৃণমূল নেতাদের গ্রেপ্তার হওয়ার প্রতিবাদ করে ময়দানে নামল এবং বিজেপির বিরুদ্ধে সরব হল, তাতে বামেরা আরও অস্বস্তিতে পড়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কেন বাম সংগঠনের মধ্যে থেকে বের হয়ে উল্টো রাস্তায় হাঁটলেন তারা? বামেদের পক্ষ থেকে তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি! সেক্ষেত্রে তৃণমূল নেতা মন্ত্রীদের গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়ে ময়দানে নেমে তারা যেমন সংগঠনের নিয়মকে অগ্রাহ্য করলেন, ঠিক তেমনই তৃণমূলকে বাড়তি মাইলেজ পাইয়ে দিলেন! তাহলে কি তারা ভবিষ্যতে অন্য কিছু চিন্তা ভাবনা করছেন?

এদিন এই প্রসঙ্গে দলের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ বলেন, “দৈনিক মৃত্যুর সংখ্যা এবং করোনা আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। রাজ্যজুড়ে অস্থিরতা সৃষ্টি করে সদ্য নির্বাচিত সরকারকে ব্যতিব্যস্ত করছে কেন্দ্র। রাজ্য বিজেপির চরম ব্যর্থতা এবং হতাশা আড়াল করতে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র চালানো হচ্ছে। সেইজন্য সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে। পুরো ঘটনা রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন। রাজ্যবাসীকে বিজেপি, আরএসএসের এই চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে। তাই সকলকে রাস্তায় নামতে বাধ্য করছে কেন্দ্রীয় সরকার।”

তবে বিশেষজ্ঞরা বলছেন, বামেদের এই সংগঠন যেভাবে এই ব্যাপারে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে কার্যত তৃণমূলের পাশে দাঁড়াল, তাতে রাজ্য রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে সিপিআইএমএল পরবর্তীতে তৃণমূলের সঙ্গে হাত ধরে একসাথে চললে তা খুব একটা আশ্চর্যজনক হবে না বলেই মনে করছেন একাংশ।

কেননা যেভাবে এই সময় তারা তৃণমূলের নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন, তাতে ঘাসফুল শিবির যথেষ্ট মাইলেজ পেয়ে গেল বলেই দাবি বিশেষজ্ঞদের। তবে এই গোটা ঘটনা পরম্পরায় বামেদের চাপ যে আরও বাড়ল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!