এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “নজর ঘোরাতেই জেলা বৃদ্ধি” মমতার চাপ বাড়িয়ে বিস্ফোরক সুকান্ত!

“নজর ঘোরাতেই জেলা বৃদ্ধি” মমতার চাপ বাড়িয়ে বিস্ফোরক সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে আরও সাতটি জেলা তৈরি করা হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। তবে এবার গোটা বিষয়কে আইওয়াশ বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে শিক্ষক নিয়োগের দুর্নীতি ঢাকতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেখানেই তাকে মুখ্যমন্ত্রীর জেলা ভাগের ঘোষণা নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “এটা আর কিছুই নয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি। প্রতিদিন কাউকে না কাউকে ইডি ডাকছে। প্রচুর অর্থ পাওয়া যাচ্ছে। তাই সেই সমস্ত দিক থেকে নজর ঘোরাতেই এই ঘোষণা করা হয়েছে।” অর্থাৎ সুকান্তবাবু এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে, চাপে পড়েই রাজ্য সরকার পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে এই ঘোষণা করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!