এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নজরে বিধানসভা নির্বাচন, আর মাত্র ৩ দিনের মধ্যেই বড়সড় কর্মসূচি শুরু করতে চলেছে বঙ্গ বিজেপি

নজরে বিধানসভা নির্বাচন, আর মাত্র ৩ দিনের মধ্যেই বড়সড় কর্মসূচি শুরু করতে চলেছে বঙ্গ বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভার মসনদ দখলের লড়াই যতই এগিয়ে আসছে, ততই বাংলার রাজনীতিতে শুরু হচ্ছে চূড়ান্ত রাজনৈতিক ব্যস্ততা। এমনিতেই একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে টানটান উত্তেজনা বাংলার রাজনৈতিক মহলে। এর সাথেই সম্প্রতি শুরু হয়েছে রাজনৈতিক শিবিরগুলোতে দলবদল। তবে বিজেপি শিবির যে এবার 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ লক্ষ্য করে ক্রমাগত নিজেদের সাংবিধানিক জোর বাড়িয়ে চলেছে, সে বিষয়ে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা।

2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলায় বেশ শক্ত ঘাঁটি তৈরি করে বিরোধী দল বিজেপি। সে সময় থেকেই রাজ্যের শাসক দল বেশ কিছুটা ব্যাকফুটে পড়ে যায় বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই রাজ্যের শাসক দলকে আরও পিছনের সারিতে ফেলতে এবার প্রস্তুতি নিতে শুরু করছে গেরুয়া শিবির বলে জানা যাচ্ছে। সেই উদ্দেশ্যে আগামী 6 জুলাই থেকে আবারও নতুন করে সদস্য অভিযানে নামতে চলেছে রাজ্য বিজেপি দল।

এসম্পর্কে এদিন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এই সদস্য অভিযানের নাম দেওয়া হয়েছে ‘আর নয় অন্যায়’। এই অভিযান 6 জুলাই থেকে শুরু হবে বলে জানা গেছে। এদিন রাজ্য বিজেপি সভাপতি দাবি করেছেন, গত বছর বিজেপির যে সদস্য অভিযান চলেছে রাজ্যজুড়ে, তাতে পশ্চিমবঙ্গ থেকেই 98 লক্ষ সদস্য বিজেপি শিবিরে যোগ দিয়েছেন। যদিও 98 লাখ সংখ্যাটা নিয়ে বিতর্ক থাকলেও 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপির শক্তি যে অনেক বেড়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে, সে বিষয়ে নিঃসন্দেহ রাজ্যের প্রায় সব মহল।

2014 তে যেখানে বিজেপি রাজ্যের দুটি আসন নিয়ে সন্তুষ্ট ছিল, সেখানে 2019 এ দেখা গিয়েছে বিজেপির ঝুলিতে গিয়েছে 18 টি আসন। এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সব থেকে বেশি কার্যকরী ও শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের নাম তুলে ধরেছে গেরুয়া শিবির বলে মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। আর এবার 2021 এর মসনদ দখলের লড়াইতে পুরোপুরি কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির। এবং গেরুয়া শিবিরে চাণক্যের ভূমিকা নিয়েছেন প্রাক্তন তৃণমূল second-in-commander মুকুল রায় বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বরাবরই গেরুয়া শিবির হিন্দুত্ববাদকে আশ্রয় করে ভোটের বাজার মাত করেছে বলে দেখা গেছে। কিন্তু বাংলায় যে হিন্দুত্ববাদ কাজ করবেনা সে ব্যাপারে আগেই জানিয়ে দিয়েছেন মুকুল রায়। আর তাই এবার পশ্চিমবঙ্গে ভোট টানার জন্য হিন্দুত্ববাদের নীতিকে বাদ দেওয়ার কথা বলেন তিনি। অন্যদিকে মুকুল রায় হলেন এমন একজন ব্যক্তি যিনি তৃণমূলের একদম কাছের মানুষ বলে মনে করা হতো। তৃণমূল ভেঙে তিনি বিজেপিতে যোগ দেওয়ার ফলে বিজেপির শক্তি যে কিছুটা বেড়েছে সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা।

তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, মুকুল রায় বিজেপিতে পুরোপুরি প্রবেশ করলে বিজেপির সব কথা ফাঁস হয়ে যেতে পারে বলে আশংকা গেরুয়া শিবিরের অনেকেরই। আর সে কারণেই মুকুল রায়কে রাজ্য শিবির থেকে কিছুটা দূরে রাখা হয় বলে মনে করা হচ্ছে। এর ফলে রাজ্যের ক্ষেত্রে বিজেপি কিছুটা হলেও পিছিয়ে আছে বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ। আপাতত একুশের লড়াই জিততে বিজেপি শিবির সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে পারে কিনা সে দিকেই এখন নজর সবার।

অন্যদিকে রাজ্য বিজেপি শিবির তৃণমূলের প্রভূত দুর্বলতাকে কাজে লাগিয়ে আগামী দিনে নিজেদের রাজনৈতিক জমি আরো শক্ত করার পথে এগিয়ে চলেছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসক দল তৃণমূলকে রীতিমত কোণঠাসা করে দিয়েছে গেরুয়া শিবির। তবে 2021 এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপট যে ইতিমধ্যেই তৈরী হয়ে গিয়েছে, সে ব্যাপারে নিশ্চিত সবাই। অন্যদিকে শাসকদল কিভাবে রাজ্যের বিরোধী দল বিজেপির এই প্রবল চাপ সামলায়, তার দিকে কড়া নজর রাখছেন রাজনৈতিক দলের পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!