এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নজরে বিধানসভা! উত্তরবঙ্গে গড় অক্ষুন্ন রাখতে ঘর গোছাতে শুরু করে দিল গেরুয়া শিবির, জেনে নিন

নজরে বিধানসভা! উত্তরবঙ্গে গড় অক্ষুন্ন রাখতে ঘর গোছাতে শুরু করে দিল গেরুয়া শিবির, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার জয়যাত্রায় সামিল হতে রীতিমত উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে প্রেস্টিজ ফাইট বলে মনে করছে রাজনৈতিক মহল। আর তাই এই লড়াইয়ের তীব্রতা বজায় রাখার জন্যই নিজেদের ঘর গোছাতে শুরু করেছে বাংলার গেরুয়া শিবির। ইতিমধ্যেই সাংগঠনিক রদবদলের মাধ্যমে বিজেপি দল নিজেদের আরো পোক্ত করে তুলেছে ব্লে জানা যাচ্ছে। এবার শুরু হচ্ছে, তাঁদের সদস্য সংগ্রহ অভিযান।

বেশ কিছুদিন আগেই বিজেপির পক্ষ থেকে ‘আমার পরিবার বিজেপির পরিবার’ নামক একটি স্লোগান চালু করা হয়। আর সেই স্লোগানকে সামনে রেখেই বিজেপি তাঁদের সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বাংলা জুড়ে আগেই। অন্যদিকে, উত্তরবঙ্গে বিজেপি নিজের শক্তি অক্ষুণ্ণ রাখার চেষ্টায় বিন্দুমাত্র কার্পণ্য করছেনা বলেই জানা যাচ্ছে। এদিন উত্তরবঙ্গের কোচবিহার জেলায় দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হলো সদস্য সংগ্রহ অভিযানের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সভানেত্রী মালতির রাভা রায়। সংসদ সদস্য নিশীথ প্রামাণিকসহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় গেরুয়া শিবির চার লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখেছে। ইতিমধ্যে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ঘোষণা করেছেন, সারা বাংলা জুড়ে তাঁরা তিন কোটি সদস্য সংগ্রহ করবেন। জানা গিয়েছে, একটি নির্দিষ্ট নাম্বারে মিসড কল দিলে যে কেউ দলের সদস্য পদ গ্রহণ করতে পারবে।

অন্যদিকে এই কর্মসূচির সূচনা করে জেলা সভানেত্রী মালতি রাভা রায় এদিন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। মূলত বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির যে রীতিমতো আটঘাট বেঁধে ময়দানে নামতে চলেছে, সে কথা স্পষ্ট। অন্যদিকে শাসকদল তৃণমূলও পিছিয়ে নেই বলেই জানা যাচ্ছে। এই অবস্থায় আগামী বিধানসভা নির্বাচন যে সেয়ানে সেয়ানে হতে চলেছে তা নিয়ে এই মুহূর্তে নিশ্চিত বাংলার রাজনৈতিক মহল। আপাতত একুশের বিধানসভা নির্বাচন নিয়ে এই মুহূর্তে গরমাগরম আলোচনা চলছে বাংলার রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!