এখন পড়ছেন
হোম > রাজ্য > হুমকি দিয়ে মনোনয়ন জমা দিতে বাধার অভিযোগ অভিষেক-গড়ের পুলিশের বিরুদ্ধে

হুমকি দিয়ে মনোনয়ন জমা দিতে বাধার অভিযোগ অভিষেক-গড়ের পুলিশের বিরুদ্ধে


হুমকি দিয়ে মনোনয়ন জমা দিতে বাধার অভিযোগ অভিষেক-গড়ের পুলিশের বিরুদ্ধে। মনোনয়ন জমা দেওয়া নিয়ে শাসকদলের বিরুদ্ধে ফের সন্ত্রাসের অভিযোগ উঠলো দক্ষিণ ২৪ পরগনার আলিপুর ছাড়াও ডায়মন্ডহারবার, বজবজ, বিষ্ণুপুর, ফলতা-সহ বিভিন্ন জায়গায়। ডায়মন্ডহার্বার ১ ব্লক অফিসে এদিন সকাল থেকে সিপিএম প্রার্থীরা লাইন দিয়েছেইলেন কিন্তু ৬.৩০ নাগাদ সশস্ত্রভাবে তৃণমূল বাহিনী সিপিএম প্রার্থীদের লাইন থেকে বার করে দেয় বলে অভিযোগ জানায় সিপিএম।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অভিযোগ সকাল থেকে চলতে থাকে সন্ত্রাস। প্রথমে সিপিএম অফিস ভাঙচুর ও পরে বাড়িতে পুলিশ পাঠিয়ে এবং ফোন করে মনোনয়ন জমা না দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ । থানার আইসি প্রবীর দাসের বিরুদ্ধে অভিযোগের তীর ওঠে। আবার বজবজ ১ ও ২ ব্লকে বোমাবাজির মাধ্যমে বিরোধীদের সন্ত্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষ্ণুপুর ১ নং ব্লকে পঞ্চায়েত প্রধান সাজিদা বিবি শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ সিপিএমের। অন্যদিকে ফলতায় কিছু বাইক বাহিনী সিপিএমের পার্টি অফিসে ঢুকে সিপিএম প্রার্থীদের মেরে বাইরে বের করে দিয়েছে। প্রতিটি সন্ত্রাসের তীর রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। কিন্তু প্রতি ক্ষেত্রেই শাসকদল এই অভিযোগ অস্বীকার করেছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!