এখন পড়ছেন
হোম > রাজ্য > মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলে যোগ দিতে হবে দাবিতে আক্রমন কংগ্রেস প্রার্থীকে

মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলে যোগ দিতে হবে দাবিতে আক্রমন কংগ্রেস প্রার্থীকে

পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেস প্রার্থীর উপর আক্রমণের অভিযোগ উঠলো শাসকদলের বিরুদ্ধে।জানা গেছে শাসকদল নাকি দাবি তুলেছে যে মনোনয়ন বাতিল করে তৃণমূলে আসতে হবে কংগ্রেস প্রার্থীকে। আসন্ন পঞ্চায়েত ভোটের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা ৪ নম্বর সংসদের প্রার্থী ও কংগ্রেস কর্মী ছবি সাহা এবার শাসকদলের কোপের মুখে পড়ল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাকে ও তাঁর স্বামীকে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হুমকি দেয়।মনোনয়ন পত্র প্রত্যাহার করতে বলে।তৃণমূলে যোগ দিতে বলে।এ দাবী না মানায় ছবি দেবী ও তাঁর স্বামীর উপর চড়াও হয় তারা এবং ব্যাপক মারধোরও করে এমনটাই অভিযোগ ওই কংগ্রেস প্রার্থীর।
অভিযোগ আরো উঠেছে যে তৃণমূল নাকি ছবিদেবী ও তাঁর স্বামীকে প্রাণে মারার হুমকিও দেয়।কোনোরকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন তাঁরা। বর্তমানে বুলবুলচন্ডী আরএনরায় হাসপাতালে ভর্তি রয়েছেন ছায়া দেবী ও তাঁর স্বামী। হাবিবপুর থানায় লিখিতভাবে এই ঘটনার রিপোর্ট জানানো হয়েছে।পুলিশ এখনো কোনো ব্যাবস্থা নেয়নি আর তৃণমূল ঘটনার সত্যতা অস্বীকার করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!