এখন পড়ছেন
হোম > রাজ্য > আসনসংখ্যার দেড়গুণ মনোনয়ন বর্ধমানে, প্রত্যাহার করতে নয়া পন্থা শাসকদলের

আসনসংখ্যার দেড়গুণ মনোনয়ন বর্ধমানে, প্রত্যাহার করতে নয়া পন্থা শাসকদলের

যেখানে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি বলে হাহুতাশ করছেন সেখানে শাসকদলের চিন্তা বাড়িয়ে আসনসংখ্যার তুলনায় দেড়গুণ বেশি মনোনয়ন জমা পড়লো।
জানা গেছে আসনসংখ্যার তুলনায় দেড়গুণ বেশি মনোনয়ন জমা পড়েছে পূর্ব বর্ধমান জেলায়।সেখানে আসন সংখ্যা ৩২৩৪।তৃণমূলের প্রার্থী ৪৭১৫ জন।তাদের ৮৯০ জনের মনোনয়ন জমা পড়েছে ৬১৮ টি আসনে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জেলা পরিষদে ৫৮ টি আসনে ৬৬ জনের মনোনয়ন জমা পড়েছে।সবথেকে বেশি নজর কেড়েছে কাটোয়া-২ ব্লকে জেলা পরিষদের ৪৪ নম্বর আসন।আর এই নিয়েই মহা সমস্যায় পড়েছে শাসকদল।কারণ মনোনয়ন বাতিল না হলে তৃণমূল এর সাথে তৃণমূলের লড়াই হবার সম্ভাবনা রয়েছে আবার মনোনয়ন বাতিল করলে গোঁজ প্রার্থীরা বিরোধীদের সাহায্য করতে এগিয়ে আসতে পারে।
এরকম অবস্থায় বিরোধীরা যাতে কোনোভাবে বেশি সুবিধা না পেতে পারে তার জন্য পথ বের করেছে শাসক দল।তারা পূর্ব বর্ধমানের পঞ্চায়েত এলাকায় বাইক নিয়ে বেরিয়ে চলে গেছে তাদেরই প্রার্থীদের কাছে।হাত জোড় করে অনুরোধ করেছে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার।যদি অনুরোধে কাজ না হয় অন্য পথও নেওয়া হবে বলে জানানো হয়েছে তাদের তরফ থেকে।রাজ্য জুড়ে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ ছিলো তারাই নাকি বিরোধী দের মনোনয়ন জমা দিতে বাঁধা দিচ্ছে।সেখানেই পূর্ব বর্ধমানে দেখা দিল অন্য নজির।শাসকদলের নিজেদের ভেতরেই রয়েছে মনোনয়ন নিয়ে অন্তর্দ্বন্দ্ব।তারাই তাদের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!