এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মনোনয়ন দিতে না পারা আসনের জন্য প্রার্থী খুঁজতে নেমে পড়ল বিরোধীরা

মনোনয়ন দিতে না পারা আসনের জন্য প্রার্থী খুঁজতে নেমে পড়ল বিরোধীরা


মনোনয়ন দিতে না পারা আসনের জন্য প্রার্থী খুঁজতে নেমে পড়ল বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে নির্বাচনের কাজকর্ম দেখে।এছাড়া বাড়তে পারে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন,ফলে আশায় বুক বাঁধছে বিরোধীরা।উল্লেখ্য, আসছে ১৬ ই এপ্রিল পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনী প্রক্রিয়ায় হাইকোর্ট অন্তর্বতী স্থগিতাদেশ জারি করেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাই জন্যে ভোট পিছিয়ে যেতে পারে এমন একটা জল্পনা শুরু হয়েছে।রাজনৈতিক মহল তথা সাধারণ মানুষ সবারই আলোচ্য বিষয় হাইকোর্টের নির্দেশ।এর ফায়দা লুটছে বিরোধীরা।শুরু করে দিয়েছে নতুন প্রার্থী খোঁজার কাজ।মুর্শিদাবাদ এর কংগ্রেস প্রার্থী আবদুল রউফের কথায় জানা যায়,দলের নেতৃত্বরা সকলেই প্রায় আক্রান্ত হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কালে।তাই হাইকোর্ট যদি আবার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা বলে তাহলে যেন পুলিশি তৎপরতা এবং হাইকোর্টের পর্যবেক্ষণ থাকে।কংগ্রেসও তাদের আরো প্রার্থী জোগাড় করতে শুরু করে দিয়েছে।বামেদের পরামর্শ দিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন অব্দি এলাকার বাইরে থাকতে।পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য এখন নির্ভর করছে হাইকোর্টের রায়ের উপর তাই ভবিষ্যতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বাড়লে পুলিশি নিরাপত্তা আগের থেকে বেশি হবে এমনটাই মনে করছে বামফ্রন্ট।তাই তারা লেগে পড়েছে আগের বারের না দেওয়া আসনে প্রার্থী জোগাড় করতে।পিছিয়ে নেয় বিজেপিও। তারাও মনোনয়ন জমা দিতে না পারা প্রার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!