এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “নরেন্দ্র মোদী, অমিত শাহদের কিসে সুবিধা হয়, সেভাবেই কমিশন চলছে” করোনা বিধি না মানা নিয়ে ক্ষোভ উগরে দিলেন শোভনদেব!

“নরেন্দ্র মোদী, অমিত শাহদের কিসে সুবিধা হয়, সেভাবেই কমিশন চলছে” করোনা বিধি না মানা নিয়ে ক্ষোভ উগরে দিলেন শোভনদেব!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার সরাসরি করোনা ভাইরাস নিয়ে ভোটকক্ষে কোনো নিয়ম মানা হচ্ছে না বলে সরব হলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তার নিজের গড় রাজবিহারী হলেও এবার সেখানে লড়াই করছেন না তিনি। বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

তবে আজ সকাল সকাল সপ্তম দফার নির্বাচনের দিন রাসবিহারী বিধানসভা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে ভোট কেন্দ্রে করোনা ভাইরাসের জন্য কোনো বিধি না মানায় সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করে বসলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। এক্ষেত্রে নরেন্দ্র মোদী, অমিত শাহরা যেভাবে চাইছেন, সেভাবেই নির্বাচন কমিশন চলছে বলে সরব হতে দেখা গেল তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, আজ 34 টি বিধানসভা কেন্দ্রে সপ্তম দফার নির্বাচন চলছে। সকাল সকাল রাসবিহারী কেন্দ্রের ভোটার তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। আর সেখানেই করোনা ভাইরাসের জন্য কোনো বিধি না মানায় নির্বাচন কমিশনের দিকে প্রশ্ন তুলে দেন তিনি।

তৃণমূলের এই প্রবীণ প্রার্থী বলেন, “করোনা বিধি মানার জন্য কোনোরকম পদক্ষেপ পালন করছে না। গ্লাবস থেকে শুরু করে কিছুই দেওয়া হচ্ছে না। আসলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের কিসে সুবিধা হয়, সেভাবেই নির্বাচন কমিশন চলছে।” আর তৃণমূল প্রার্থী যেভাবে কমিশনের বিরুদ্ধে ভোটের দিন বিস্ফোরক মন্তব্য করলেন, তাতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বঙ্গ রাজনীতিতে।

একাংশ বলতে শুরু করেছেন, করোনা বিধি মানার জন্য কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে বুথে ঢোকার আগে সকলকে দেওয়া হচ্ছে গ্লাভস। স্প্রে করা হচ্ছে স্যানিটাইজার। আর এই পরিস্থিতিতে বিন্দুমাত্র করোনা বিধি মানা হচ্ছে না বলে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। যা সপ্তম দফার নির্বাচনকে কার্যত রাজনৈতিকভাবে উত্তপ্ত করে তুলল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!