এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে ক্রমশ জটিল হচ্ছে বন্যা পরিস্থিতি, পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক

উত্তরবঙ্গে ক্রমশ জটিল হচ্ছে বন্যা পরিস্থিতি, পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক


গত বছরের ভয়াবহ বন্যার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি উত্তরবঙ্গের মানুষ। ঘর, বাড়ি সমস্ত কিছু গ্রাস করে নিয়েছিল বন্যার জল। মনে চলতি বছরে বর্ষা আসতেই সর্বস্ব হারা মানুষগুলোর মনে ফুটে উঠেছে অতীতের সেই আতঙ্ক। এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে কোচবিহারের সমস্ত নদীর জল বাড়ার পাশাপাশি তোর্সা, মানসাইয়ের মত নদীগুলোতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। জানা গেছে, কোচবিহারের 18 নং ওয়ার্ড তোর্সা নদীর বাঁধ সংলগ্ন হওয়ায় প্রায় 50 টি পরিবার ঘরছাড়া, বাড়িতে জল প্রবেশ করায় তাদের আশ্রয় এখন নদীর বাঁধ।

প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ – Priyo Bandhu Bengali

—————————————————————————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে অতিবৃষ্টির ফলে তুফানগঞ্জের কালজানি নদীও ফুসতে শুরু করেছে। ইতিমধ্যেই পূর্ব খোটলার বাঁধ ভেঙ্গে গ্রামগুলিতে জল ঢুকে এসেছে যা বাসিন্দাদের মনে পড়াচ্ছে বিগত বছরের ভয়ঙ্কর স্মৃতির কথা। সেচদপ্তর সূত্রে জানা গেছে, গত 24 ঘন্টায় এই জেলায় 78.6 মিলিমিটির বৃষ্টিপাত হয়েছে। প্রশাসনের তরফে নজর রাখার পাশাপাশি চালু করা হয়েছে ত্রানের ব্যাবস্থা। নদীগুলিতে জল বাড়ায় পুরো বিষয়টার প্রতি তাঁদের সতর্ক দৃষ্টি রয়েছে বলে জানান কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি পুস্পিতা রায় ডাকুয়া। এদিকে কোচবিহারের ফাসিরঘাটে তোর্সা নদীর বাধের মাটি ধসে যাওয়াতে বাঁশ দিয়ে কোনোরকমে তা মেরামতির ব্যাবস্থা করা হয়। কালজানির পূর্ব খোটলার ভাঙ্গা বাধেরও মেরামতির কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য ক্ষীতিশ চন্দ্র রায় বলেন , ” আমরা সর্বদা দুর্গতদের পাশে আছি।” জানা গেছে, শূধু কালজানি, তোর্সাই নয় রায়ডাক, গদাধর, সঙ্কোশ ইত্যাদি নদীর জল বাড়তে শুরু করেছে। নদী তিরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকার জন্য প্রশাসন থেকে সতর্কবার্তা জারি করা হলেও বিগত বছরের ভয়াবহ বন্যার আতঙ্ক ঘুম কাড়ছে দুর্গত বাসিন্দাদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!