এখন পড়ছেন
হোম > জাতীয় > নোটবন্দিতে চিন্তা বাড়িয়ে গত ৫৫ বছরে প্রথম ঘটল এরকম ঘটনা

নোটবন্দিতে চিন্তা বাড়িয়ে গত ৫৫ বছরে প্রথম ঘটল এরকম ঘটনা

গত ৫৫ বছরের এই প্রথম বেনজির দৃষ্টান্ত ধরা পড়ল ভারতীয় অর্থনীতিতে। রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া পরিসংখ্যান জানাচ্ছে, ২০১৭-১৮ সালের পরিসংখ্যানে ব্যাঙ্ক ডিপোজিটের বৃদ্ধির হার ৬.৭। যেটি ১৯৬৩ সালের পর সবথেকে কম।এর ফলে তৈরি হতে পারে ব্যাঙ্কের সুদের হার বাড়ার সম্ভাবনা।আর যদি এটি কার্যত হয় লাভের ফল ভোগ করবে গ্রাহকরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু কেন এই নজিরবিহীন দৃষ্টান্ত সামনে এল তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।এক সর্বভারতীয় ইংরাজি দৈনিক খবর বলছে, এই ঘটনার সাথে প্রত্যক্ষ যোগ রয়েছে ২০১৬ সালের নোটবন্দি ঘটনার। একধিক দামী অঙ্কের নোটের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন কেন্দ্রীয় সরকার। তার কুপ্রভাবেই বাজারে নগধ টাকার পরিমান কমতে শুরু করেছে। জানা গেছে, আপাতত ৮৬% নগধ টাকা রয়েছে বাজারে। যা মোটেও স্বস্তির বিষয় নয়। তবে ব্যাঙ্কিং সেক্টরের ইতিবাচক দিক প্রভাব বিস্তার করছে বলে জানা গেছে। তবে মিউচুয়াল ফান্ড ও ইনসিওরেন্স সমেত অনেক জায়গায় গ্রাহকরা টাকা জমানোর সুবিধামতো স্কিম পেয়ে যাওয়ায় ব্যাঙ্কের উপর শুধু আর ভরসা করে থাকছেন না এরই সূত্র ধরে উঠে এসেছে আরো কিছু তথ্য।নোটবন্দির পর ১৫.২৮ লাখ কোটি টাকা ডিপোজিট করা হয়েছে ভারতের সব ব্যাঙ্ক মিলিয়ে। সেই ডিপোজিটের পরিমান ১১৪ লাখ কোটি হয় ২০১৮ এর মার্চের শেষে। প্রশ্ন থেকে যাচ্ছে যে, যে টাকা তুলে নেওয়া হয়েছিলো সেই পরিমান টাকার হিসাব কোথায়? উওরের অভিমুখ দেশের বিভিন্ন আর্থিক উপাদানের দিকে। হিসাব বলছে ২২% সম্পদের পরিমান বেড়েছে মিউচুয়াল ফান্ডে। এরকম কিছুই কারণ থাকতে পারে বলে ওয়াকিবহালমহল মনে করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!