এখন পড়ছেন
হোম > জাতীয় > নোট বাতিল আর কড়া ইনকাম ট্যাক্সের গেরোতেই কি হঠাৎ করে দেশে কোটিপতির সংখ্যা বাড়ানো 60 শতাংশ?

নোট বাতিল আর কড়া ইনকাম ট্যাক্সের গেরোতেই কি হঠাৎ করে দেশে কোটিপতির সংখ্যা বাড়ানো 60 শতাংশ?

জিএসটি এবং নোট বাতিলের জেরে যখন কেন্দ্রকে নাস্তানাবুদ করতে তৈরি হচ্ছে বিরোধী দলগুলো ঠিক তখনই একটি সরকারি তথ্য সেই কেন্দ্রের পক্ষে যাওয়ায় কিছুটা স্বস্তিতে বিজেপি সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, বিমুদ্রাকরণের পর থেকেই বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, এর ফলে আঘাত আসবে সাধারণ মানুষের ওপরে।

কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে, এই জিএসটি এবং নোট বাতিলের ফলে বাড়বে প্রত্যক্ষ করদাতার সংখ্যা। এবারে কেন্দ্রের সেই দাবিকে সত্যি করেই সামনে আসলো এক সরকারি তথ্য। সূত্রে খবর, সম্প্রতি রিজার্ভ ব্যাংক তার দেওয়া তথ্যে বলছে গত চার বছরে দেশে বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে বড়লোকদের সংখ্যা। জানা গেছে, বর্তমানে দেশে এক কোটির বেশি বার্ষিক রোজগার গাড়ি করদাতার সংখ্যা পৌঁছেছে 1 লক্ষ 40 হাজারে। তবে 2014 সালে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই সংখ্যাটি এক লাফে বেড়েছে আরো 60 শতাংশ। হিসেব বলছে 2014-15 তে এক কোটির বেশি কর্মরত মানুষের করদাতার সংখ্যা ছিল যেখানে 88 হাজার 649 জন ঠিক সেখানেই বর্তমানে এই করদাতার সংখ্যা 1 লক্ষ 40 হাজার 139 জনে দাঁড়িয়েছে। আর এই বৃদ্ধির হার আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করা গেছে ছোট সংস্থা, ফার্ম এবং অবিভক্ত হিন্দু পরিবারগুলোর মধ্যে।

পাশাপাশি রিজার্ভ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, 2014-15 অর্থবর্ষে এক কোটির বেশি রোজগার করা ব্যক্তিগত করদাতার সংখ্যা যেখানে ছিল 48 হাজার 616 জন সেখানে বর্তমানে সেই সংখ্যাটি দাঁড়িয়েছে 81 হাজার 344 জনে।আর এই জিএসটি নিয়ে এত কাল যে কংগ্রেস উঠতে-বসতে তুলোধোনা করত কেন্দ্রের বিজেপি সরকারকে, এবার দেশের সর্বোচ্চ ব্যাংকের দেওয়া তথ্যে সেই কংগ্রেসও পড়েছে প্রবল চাপে। কেননা তথ্য মোতাবেক দেখা গেছে, দেশের কংগ্রেস সরকারের আমলে ন্যূনতম করদাতার সংখ্যা যেখানে ছিল তিন কোটি 79 লক্ষ্য সেখানে বর্তমান বিজেপির মোদি সরকারের আমলে তা দাঁড়িয়েছে 6 কোটি 75 লক্ষ টাকায়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

রাজনৈতিক মহলের মতে, 2019 এর লোকসভা ভোটের আগে এটা কেন্দ্রের বিজেপি সরকারের কাছে একটা বড়সড় সাফল্য। কেননা বিরোধীরা জিএসটি এবং নোট বাতিল নিয়ে মোদিকে কটাক্ষ করলেও প্রত্যুত্তরের জবাব দেয়ার মত কিছুই ছিল না এতদিন প্রধানমন্ত্রীর কাছে। এবারে এই সরকারি তথ্যকেই ঢাল করে বিজেপিও বিরোধীদেরকে খোঁচা দিতে পারবে বলে মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!