এখন পড়ছেন
হোম > জাতীয় > নোটবন্দির সুফল কিভাবে পেল দেশবাসী অবশেষে তা নিয়ে মুখ খুললেন মোদীর মন্ত্রী

নোটবন্দির সুফল কিভাবে পেল দেশবাসী অবশেষে তা নিয়ে মুখ খুললেন মোদীর মন্ত্রী

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের পরে প্রাথমিক পর্যায়ে দেশবাসী নানা সমস্যার সম্মুখীন হলেও বর্তমানে সেই ব্যবস্থার সুফল পাচ্ছে সমগ্র দেশের মানুষ । এদিন এমন কথাই দাবি করলেন কেন্দ্রীয় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শিবপ্রতাপ শুক্ল। স্বাভাবিক ভাবেই এখন প্রশ্ন আসছে কী সেই সুফল ? এর জবাবে শিবপ্রতাপ শুক্ল জানালেন নোট বাতিলের জন্যই ‘‌কালা ধন’‌ এখন ‘‌জনধন’‌ হয়েছে। সাধারণ মানুষের সিন্দুকে জমিয়ে রাখা টাকা ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় ঢুকে পরেছে। এরফলে অর্থনীতির উপকার হয়েছে বলে জানালেন তিনি। উদ্ধারীকৃত অকেজো টাকা দেশের উন্নয়ণে কাজে লাগছে বলেও দাবি করলেন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন এক অনুষ্ঠানে প্রকাশ্যে এই কথা জানালেন কেন্দ্রীয় রাষ্ট্র মন্ত্রী। যদিও এদিন নিজের কথার প্রেক্ষিতে কোনো নির্দিষ্ট পরিসংখ্যানও তিনি পেশ করতে পারেননি । এদিকে পরিসংখ্যান অনুয়ারী জানা যাচ্ছে, নোট বন্দীর সময়ে অর্থাৎ ২০১৬ সালের নভেম্বর মাসে সরকারের আশা ছিল, বাজারে যে পরিমাণ টাকা রয়েছে, তার প্রায় ২০ শতাংশই আর ব্যাঙ্কে ফিরে আসবে না। এটাই হবে সরকার বা রিজার্ভ ব্যাঙ্কের সব থেকে বড় অঙ্কের লাভ। কিন্তু ঐ পরিকল্পনা তো সফল হয়নি বরং রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুয়ারী, অন্তত ৯৯ শতাংশ টাকাই ফিরে এসেছে। এসবের পরেও শিবপ্রতাপ শুক্ল দাবি করে বললেন, ”‌দেশের আর্থিক পরিস্থিতি এখন যথেষ্ট ভাল। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। বিশ্ব রেটিং সংস্থাগুলো আমাদের প্রতি আস্থাশীল। ডাল, সবজি, ভোজ্য তেলের দামও অপেক্ষাকৃত কম।’‌’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!