এখন পড়ছেন
হোম > জাতীয় > নোটবন্দি নিয়ে এবার মুখ খুললেন মোদী, জেনে নিন

নোটবন্দি নিয়ে এবার মুখ খুললেন মোদী, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –দেশের কালো টাকাকে ফেরত আনতে হঠাৎ করেই একরাতে পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। বিরোধীদের তরফ থেকে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে “তুঘলকি সিদ্ধান্ত” বলে দাবি করা হয়। তারপর কেটে গিয়েছে বেশ কিছু বছর। বারবার বিরোধীরা অভিযোগ করেছে, নোটবন্দি করে দেশে লাভের লাভ কিছুই হয়নি।

তবে বিরোধীদের পক্ষ থেকে এই ব্যাপারে নানা অভিযোগ করা হলেও, সেই নোটবন্দির চার বছর পর এবার এই ব্যাপারে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, রবিবার একটি টুইট করেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি লেখেন, “কালো টাকা কমাতে, কর আদায় করতে এবং স্বচ্ছতা বাড়িয়ে তুলতে নোটবন্দিকরণ অনেকটাই সাহায্য করেছে। যা জাতীয় অগ্রগতিতে ব্যাপক ভাবে সাহায্য করেছে।” আর প্রধানমন্ত্রীর এই বার্তায় এখন নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে গোটা দেশজুড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2016 সালের 8 নভেম্বর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার হঠাৎ করেই পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিলের ঘোষণা করেন। যার ফলে বিভিন্ন মহলে কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়। মুহূর্তের মধ্যে ব্যবসা-বাণিজ্যে সংকট দেখা দেয়। অর্থনীতিতে অনেকটাই ধাক্কা আসতে শুরু করে। কেন্দ্রের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণার পরেই গোটা দেশজুড়ে বিরোধীরা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। কালো টাকা দেশে ফেরানোর কথা বললেও, লাভের লাভ কিছুই হয়নি বলে দাবি করতে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এই পরিস্থিতিতে চার বছর আগে থেকেই এই নোটবন্দি হিসেবে প্রায় বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা বক্তব্য রাখার সময় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অবশেষে চার বছর আগের সেই সিদ্ধান্ত অত্যন্ত কার্যকরী বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, এদিন ডিমনিটাইজেশনের চতুর্থ বর্ষ পূর্তিতে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী। যেখানে কালো টাকা কমিয়ে, করের টাকা কোষাগারে জমা করতে এবং দেশের অগ্রগতির জন্যই নোটবন্দি উপকারী ভূমিকা গ্রহণ করেছে বলে দাবি করেন তিনি। অর্থাৎ বিরোধীদের এতদিনকার বক্তব্যের এক বাক্যে জবাব টুইট বার্তায় মধ্যে দিয়ে দিয়ে দিলেন দেশের প্রশাসনিক প্রধান।

আর নরেন্দ্র মোদির এই বার্তার ফলে বিরোধীদের এতদিনের নোটবন্দি নিয়ে যে বিরোধিতা, তা অনেকটাই প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল বলে দাবি একাংশের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখন বিরোধীদের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!