এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন বছর পড়ার আগেই কালীঘাটে পুজো দিলেন মমতা, হুইলচেয়ারে করেই উপস্থিত হলেন গর্ভগৃহে!

নতুন বছর পড়ার আগেই কালীঘাটে পুজো দিলেন মমতা, হুইলচেয়ারে করেই উপস্থিত হলেন গর্ভগৃহে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রতিবার বাংলা শুভ নববর্ষের আগের দিন রাত্রিবেলা কালীঘাট মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও তার কোনো ব্যতিক্রম হল না। বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় কালীঘাট মন্দিরে আসেন তৃণমূল নেত্রী। প্রায় 45 মিনিট মন্দিরের ভেতরে ছিলেন তিনি। যেখানে শাড়ি, আলতা, সিঁদুর মিষ্টি সহ পূজার সামগ্রী নিয়ে এসে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকক্ষণ ভগবানের কাছে প্রণাম করতে দেখা যায় তাকে। বলা বাহুল্য, বাংলার শুভ নববর্ষ পড়েছে নির্বাচনের মধ্যে।

এবারের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। বিজেপি কার্যত আত্মপ্রত্যয়ী, তারা বাংলার ক্ষমতা দখল করবে। আর এই পরিস্থিতিতে তৃতীয়বার রাজ্যের ক্ষমতা দখল করতে কার্যত মরিয়া তৃণমূল কংগ্রেস। আর তার মধ্যেই বাংলার শুভ নববর্ষের আগের দিন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর করোনা সংক্রমনের কারণে কালীঘাট মন্দির বন্ধ ছিল। তাই সেবার পুজোর ডালা পাঠিয়ে মায়ের কাছে প্রার্থনা সারতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সশরীরে উপস্থিত হতে পারেননি তিনি। কিন্তু এবার পায়ের সমস্যা থাকলেও হুইল চেয়ার করেই নিরাপত্তারক্ষীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে নিয়ে যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কালীঘাট মন্দির কমিটির সহ-সভাপতি বিদ্যুৎ হালদার বলেন, “মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমাদের আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল, তিনি পুজো দিতে আসবেন। আমরা সেভাবেই নিজেদের তৈরি রেখেছিলাম। তাছাড়া প্রতি বছর পয়লা বৈশাখে মুখ্যমন্ত্রী পুজো দিতে আসেন। তাই আমাদের কাছে তার পুজো দিতে আসার ঘটনা নতুন কিছু নয়।” অর্থাৎ নতুন বছর পড়ার আগেই প্রতিবারের মত এবারেও কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, বুধবার কলকাতা থেকে বিশেষ বিমান ধরে বাগডোগরায় যান তৃণমূল নেত্রী। সেখানে কোচবিহার জেলার মাথাভাঙায় উপস্থিত হন তিনি। শীতলকুচির নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় মোট পাঁচটি প্রচার সভায় করেন তিনি। পরবর্তীতে সেখান থেকে নদীয়ার হরিণঘাটায় তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করে কলকাতায় ফিরে সরাসরি কালীঘাট মন্দিরে চলে যান তিনি।

সেখানে মন্দিরের ভেতরে প্রায় 45 মিনিট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে করোনা পরিস্থিতির কারণে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার কথা মাথায় রেখে সেই সময় অন্য কাউকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সব মিলিয়ে নতুন বছর পড়ার আগের সন্ধ্যাতেই কালীঘাট মন্দিরে প্রতিবারের মত এবারেও পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!