এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নতুন বছরে উত্তরবঙ্গ থেকেই বিজেপি-বধে উদ্যত অভিষেক, পারবেন শুভেন্দুকে আটকাতে!

নতুন বছরে উত্তরবঙ্গ থেকেই বিজেপি-বধে উদ্যত অভিষেক, পারবেন শুভেন্দুকে আটকাতে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নতুন বছর পড়ার সাথে সাথেই রাজনৈতিক আবহে তৈরি হয়েছে উত্তেজনা। 2021 এ বাংলার বিধানসভা নির্বাচন। আর সেই 2021 সাল পড়ার সাথে সাথেই রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা তুঙ্গে। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে অভূতপূর্ব ফলাফল করেছিল ভারতীয় জনতা পার্টি। আর এবার নতুন বছর শুরু হওয়ার পর সেই উত্তরবঙ্গেই প্রথম জনসভা করে বিজেপিকে মাত দেওয়ার চেষ্টা করলেন সর্বভারতীয় যুব তৃনমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখানেই প্রশ্ন, তাহলে কি শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে নতুন বছরে উত্তরবঙ্গের মাটি থেকেই কুপোকাত করার চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

বিশ্লেষকরা বলছেন, গত লোকসভা নির্বাচনের পর উত্তরবঙ্গ নিয়ে চিন্তায় রয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলকে কিভাবে এখানে ঘুরে দাঁড় করাতে হবে, তা নিয়ে বারবার সাংগঠনিক পরিবর্তন করা হয়েছে। কিন্তু তারপরেও উত্তরবঙ্গের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার চিন্তায় ফেলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। আর এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতে উত্তরবঙ্গ দিয়েই যে নিজেদের সংগঠনকে ঘুরে দাঁড়াতে চান তৃণমূল শীর্ষ নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গঙ্গারামপুরের সভা থেকেই তা স্পষ্ট বলে মনে করছেন অনেকে।

একাংশ আবার বলতে শুরু করেছেন, তৃণমূল কংগ্রেসে থাকার সময় মালদহ থেকে শুরু করে উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় সাংগঠনিক দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিক ভাবেই তিনি বিজেপিতে নাম লেখানোর পর উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে। তাই এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে শুভেন্দু অধিকারীর অনুগামীদের কড়া বার্তা দিয়ে বিজেপিকে কুপোকাত করবার জন্য উত্তরবঙ্গের মাটিকেই বেছে নিলেন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালোমতই বুঝেছেন, উত্তরবঙ্গে এবার যদি ভাল ফল করা সম্ভব না হয়, তাহলে রাজ্যের ক্ষমতা দখলে তারা অনেকটাই চাপের মুখে পড়ে যাবেন। তাই এই পরিস্থিতিতে দলীয় সংগঠন রক্ষার জন্য উত্তরবঙ্গের মাটি থেকেই নতুন বছরে বিধানসভা নির্বাচনের আগে নিজের রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। এক্ষেত্রে যেমন সদ্য বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি, ঠিক তেমনই বিজেপিকে রোখার জন্য দিলেন কড়া বার্তা। তবে নতুন বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে নিজের সভা শুরু করলেও, তাকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি।

তাদের দাবি, এসব করে লাভের লাভ কিছুই হবে না। উত্তরবঙ্গের মানুষ বিজেপির সঙ্গে আছে। তবে যে যাই বলুক না কেন, পরিস্থিতি যে ক্রমশ ঘোরতর হয়ে উঠছে এবং উত্তরবঙ্গ যে বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কাছেও পাখির চোখ, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা থেকেই পরিষ্কার। স্বাভাবিকভাবেই নতুন বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পুরোদমে বিজেপিকে কুপোকাত করবার জন্য উত্তরবঙ্গের মাটি থেকে নিজের কর্মসূচি শুরু করলেন, তা এক প্রকার শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে চাপে রাখার জন্য বলেই মত বিশেষজ্ঞদের‌। তবে শেষ পর্যন্ত তিনি তার কর্মসূচি উত্তরবঙ্গ দিয়ে শুরু করলেও, তা কতটা সফলতা পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!