এখন পড়ছেন
হোম > জাতীয় > নতুন বছরের শুরুর দিন থেকেই মানুষের ওপর জিএসটির বোঝা! কিভাবে জেনে নিন

নতুন বছরের শুরুর দিন থেকেই মানুষের ওপর জিএসটির বোঝা! কিভাবে জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নতুন বছরের শুরুতেই বড়সড় দুঃসংবাদ সাধারণ মানুষের জন্য। এতদিন পর্যন্ত বিভিন্ন পণ্যের ওপর জিএসটি জারি ছিল। কিন্তু এবার জিএসটির হার বাড়ানো হল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কিছু ক্ষেত্রে নতুন করে জিএসটি চালু হচ্ছে। আগামী শনিবার অর্থাৎ 2022 এর পয়লা জানুয়ারি থেকে নতুন ব্যবস্থা চালু হচ্ছে বলে খবর। এবং নতুন নিয়ম অনুযায়ী দাম বাড়তে চলেছে জুতো, জামা কাপড়সহ অনেক কিছুরই। জানা যাচ্ছে, এতদিন পর্যন্ত যেখানে হাজার টাকার কম দামের জুতোর ক্ষেত্রে 5% জিএসটি দিতে হচ্ছিল, সেখানে পয়লা জানুয়ারি থেকে জিএসটি হতে চলেছে 12% ।

রেডিমেড জামা কাপড়ের ওপরও একইভাবে 12% কর বসানো হচ্ছে। এখন যেখানে হাজার টাকা পর্যন্ত দামের পোশাকের উপর 5% দিতে হয় ক্রেতাদের, সেখানে সুতি ছাড়া অন্যান্য মেটিরিয়ালের জামাকাপড়ের ক্ষেত্রেও এবার থেকে 12% জিএসটি দিতে হবে গ্রাহকদের। একইসাথে অ্যাপ নির্ভর অটো পরিষেবায় এবার থেকে 5% হারে জিএসটি গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বর্তমানে দিতে হয়না। ক্রেতারাই শুধু নয়, নতুন জিএসটি নিয়মের হাত ধরে এবার থেকে বিক্রেতা এবং পরিষেবা সংস্থাগুলিকেও জিএসটি মেটাতে হবে নিয়ম করে। যেমন- জোমাটো বা সুইগী থেকে খাবার অর্ডার করলে এতদিন পর্যন্ত রেস্তোরাঁগুলিকে 5 % হারে জিএসটি জমা করতে হতো সরকারের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার থেকে সমস্ত অ্যাপ যারা খাবার সরবরাহ করে, তাঁদেরকেও 5% হারে জিএসটি জমা করতে হবে। একই সাথে জিএসটি ফাঁকি এবং কর ফেরত সংক্রান্ত বেশ কিছু প্রতারণা আটকাতে নতুন নিয়ম আনা হয়েছে। পুরনো নিয়ম বদলানো হয়েছে। এবার থেকে কর জমা করে gstr-3b যদি ফর্ম ফিলাপ করা না হয়, দাখিল করা না হয়, তাহলে পরের মাসেই বিক্রি সংক্রান্ত gstr-1 জমা দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে, বর্তমানে যেখানে দুমাস পরে বন্ধ করা হয়। সব মিলিয়ে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের উপরেই নতুন বছর থেকে জিএসটির হাত ধরে চাপ বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!