এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নতুন করোনা নিষেধাজ্ঞা জারি নবান্ন থেকে, যানবাহন থেকে ব্যবসা- কি কি ছাড়? জেনে নিন

নতুন করোনা নিষেধাজ্ঞা জারি নবান্ন থেকে, যানবাহন থেকে ব্যবসা- কি কি ছাড়? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আক্রান্তের পরিসংখ্যান এই মুহূর্তে বেশ কিছুটা নিম্নমুখী। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী আগেই রাজ্যজুড়ে লকডাউন করে দিয়েছিলেন। প্রায় দুমাসের কাছাকাছি লকডাউন চলার পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লকডাউনে বেশ কিছুটা শিথিলতা এনেছেন। মনে করা হচ্ছে, করোনার নিম্নমুখী পরিসংখ্যানই শিথিলতার জন্য দায়ী। আজকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী পয়লা জুলাই থেকে রাজ্যে যানবাহন চলাচল করতে পারবে।

পাশাপাশি আজ সরকারি-বেসরকারি সব বাসকেই রাস্তায় নামার অনুমতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 50% যাত্রী নিয়ে যানবাহন চলাচল হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। কিন্ত আগামী 15 ই জুলাই পর্যন্ত লোকাল ট্রেন এবং মেট্রো বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে দোকান বাজারের ক্ষেত্রেও বেশকিছু নিয়ম শিথিল করা হয়েছে আজ। জানা গিয়েছে, আগামী পয়লা জুলাই থেকে সকাল 6 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা থাকবে। পাশাপাশি অন্যান্য দোকানও সকাল 11 টা থেকে রাত 8 টা পর্যন্ত খোলা থাকবে। দীর্ঘদিন পর সেলুন পার্লার খোলার অনুমতি দেওয়া হয়েছে নবান্ন থেকে।

সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে, সকাল 11 টা থেকে বিকেল 6 টা পর্যন্ত পার্লার, সেলুন খোলা রাখা যাবে। অন্যদিকে সেলুন বা পার্লার খোলা থাকলেও সেখানে 50 শতাংশ গ্রাহক প্রবেশের অনুমতি মিলবে। একইরকম নির্দেশ দেওয়া হয়েছে শরীরচর্চা কেন্দ্রগুলিকেও। অর্থাৎ আগামী 1 লা জুলাই থেকে শহরের জিমগুলি খুলে যাবে কিন্তু সেখানেও সরকারি নির্দেশনামা মেনে 50% উপস্থিত থাকতে পারে। একইসাথে বিয়ের মরসুমের কথা মাথায় রেখে বিয়েবাড়িতে সব মিলিয়ে 50 জন অতিথি সমাগমের অনুমতি মিলেছে। একইভাবে সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রেও কুড়ি জনের বেশি কোন মতেই জমায়েত করা যাবে না বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে নবান্ন থেকে সরকারি ঘোষণায় বলা হয়েছে, রাত 9 টা থেকে ভোর 5 টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনভাবেই যেন কেউ বাইরে না বের হয়। পাশাপাশি আজকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে টিকাকরণ জোরকদমে চলছে। এখনো পর্যন্ত 2 কোটি 12 লক্ষ মানুষ করোনার টিকা পেয়েছেন বলে সরকারি সূত্রে জানানো হলো আজ। অন্যদিকে এই ঘোষণার পরেই বিভিন্ন মহলে নানান রকম কথা শোনা যাচ্ছে। অনেকেই সমস্ত যানবাহনের পাশাপাশি ট্রেন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারির কারণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি পুরোপুরি। তাই সেক্ষেত্রে ট্রেন চলাচল শুরু করলে বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হবে সংক্রমণ। আগেভাগেই  সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্যই ট্রেন এবং মেট্রো চলাচলে এখনো নিষেধাজ্ঞা জারি করে রাখা হয়েছে। এখন আগামী 15 ই জুলাই এর পর ট্রেন চলাচল নিয়ে নবান্নের কি সিদ্ধান্ত হয়, সেটাই দেখার। অন্যদিকে আজ নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, 50% কর্মী নিয়ে বেসরকারি অফিস খোলার কথা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!